Tecno Smartphone: টেকনো সংস্থা ভারতে লঞ্চ করেছে নতুন ফোন। টেকনো পোভা সিরিজের এই মডেলকে 'বিশ্বের স্লিমেস্ট' ফোন বলা হচ্ছে। এবার ভারতে লঞ্চ হয়েছে টেকনো পোভা স্লিম ৫জি ফোন। স্লিক ডিজাইন এবং হাল্কা ওজন, এই ফোনের অন্যতম মূল আকর্ষণ। মাঝামাঝি রেঞ্জে লঞ্চ হয়েছে এই ফোন। অর্থাৎ দাম খুব একটা বেশি নয় এই ৫জি ফোনের। টেকনো পোভা স্লিম ৫জি ফোনে রয়েছে কার্ভ ডিসপ্লে। এই ফোন ৫.৯৫ মিলিমিটার পুরু। 

Continues below advertisement

টেকনো পোভা স্লিম ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, একনজরে দেখে নিন 

  • এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে ইউজাররা পাবেন ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এটি একটি AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর উপরে রয়েছে Corning Gorilla Glass 7i প্রোটেকশন। 
  • টেকনো পোভা স্লিম ৫জি ফোনে রয়েছে এক ইউনিক ধরনের রেয়ার ক্যামেরা মডিউল। এর সঙ্গে রয়েছে একটি এলইডি স্ট্রিপ। এই এলইডি স্ট্রিপ দুটো ক্যামেরাকে সংযুক্ত করেছে। এই এলইডি স্ট্রিপ কল কিংবা নোটিফিকেশন এলে জ্বলে উঠবে। 
  • টেকনো পোভা স্লিম ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ প্রসেসর। 
  • টেকনো পোভা স্লিম ৫জি ফোনে ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনে রয়েছে টেকনো সংস্থা নিজস্ব Ella AI পার্সোনাল অ্যাসিসট্যান্ট। ভারতীয় ভাষার সাপোর্ট রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে AI Writing, AI Image Editing, Circle to Search, Privacy Blurring- এইসব ফিচার। 
  • টেকনো পোভা স্লিম ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের auxiliary লেন্স। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 

টেকনো পোভা স্লিম ৫জি ফোনের দাম 

Continues below advertisement

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। স্কাই ব্লু, স্লিম হোয়াইট, কুল ব্ল্যাক- এই তিন রঙে লঞ্চ হয়েছে টেকনো পোভা স্লিম ৫জি ফোন। ৮ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ফ্লিপকার্টে। অফলাইনেও কেনা যাবে এই ফোন। টেকনো সংস্থার রিটেল পার্টনারদের থেকে কেনা যাবে টেকনো পোভা স্লিম ৫জি ফোন।