Tecno Smartphones: টেকনো সংস্থা সম্প্রতি ভারতে লঞ্চ করেছে তাদের টেকনো পোভা কার্ভ ৫জি ফোন। শোনা যাচ্ছে, এবার ভারতে আসছে টেকনো পোভা ৭ সিরিজ। সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে যে, টেকনো পোভা ৭ সিরিজের বেস ভ্যারিয়েন্ট এবং আলট্রা মডেল নির্দিষ্ট গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। ইতিমধ্যেই টেকনো পোভা ৭ সিরিজের আলট্রা মডেলের সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গিয়েছে। ফোনের ডিজাইন কেমন হবে, কী কী ফিচার থাকবে, তার একটা আভাস পাওয়া গিয়েছে। 

Continues below advertisement

টেকনো পোভা ৭ আলট্রা ৫জি - এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে এই ফোন সম্পর্কে (সম্ভাব্য তথ্য) 

টিপস্টার পারস গগলানির এক্স পোস্ট অনুসারে জুন মাসে লঞ্চ হতে পারে টেকনো পোভা ৭ আলট্রা ফোন। তবে এই ৫জি মডেল জুন মাসের কবে লঞ্চ হবে, সেই নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। অনুমান, জুন মাসের শেষদিকে এই ফোন লঞ্চ হতে পারে। এই ফোনের একটি ত্রিভুজাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকতে পারে বলে আভাস দিয়েছেন ওই টিপস্টার। এই ফোনের ব্যাক প্যানেলে একটি এলইডি লাইটের স্ট্রিপও থাকার কথা শোনা গিয়েছে। এর আগেও এই ডিজাইন প্রকাশ্যে এনেছিল সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, টেকনো সংস্থা কিন্তু এখনও ঘোষণা করেনি টেকনো পোভা সিরিজের কোন ফোন ভারতে লঞ্চ হবে। এমনকি এই ফোনের সিরিজ যে দেশে আসছে সে ব্যাপারেও বিশএ কিছু জানা যায়নি। 

Continues below advertisement

অনুমান করা হচ্ছে, টেকনো পোভা ৭ আলট্রা ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮৩৫০ আল্টিমেট চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৭০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। একটি 1.5K AMOLED ডিসপ্লে থাকতে পারে এই ফোনে, যার রিফ্রেশ রেট হতে পারে ১৪৪ হার্টজ। শোনা যাচ্ছে, ১২০ ফ্রেম প্রতি সেকেন্ড হিসেবে পাবজি খেলা যাবে এই ফোনে। ইতিমধ্যেই গুগল প্লে কনসোলে টেকনো পোভা ৭ ৫জি এবং টেকনো পোভা ৭ আলট্রা ৫জি ফোনের নাম দেখা গিয়েছে। ৮ জিবি র‍্যাম থাকতে পারে দুটো ফোনেই। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যেতে পারে। বেস ভ্যারিয়েন্টে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ প্রসেসর অথবা ডিমেনসিটি ৭৩০০এক্স চিপসেট থাকতে পারে। তবে আনুষ্ঠানিক ভাবে কোনও তথ্যই পাওয়া যায়নি এখনও। মানে টেকনো সংস্থা কিছু ঘোষণা করেনি।