Tecno Smartphones: টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোন (Tecno Spark 20 Pro 5G) ভারতে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি দেশে এই ফোন লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, আগামী ৯ জুলাই টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চ হবে। এর আগে গ্লোবাল মার্কেটে এই ফোন লঞ্চ হয়েছে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের (Amazon India) ওয়েবসাইটে এই ফোনের জন্য একটি মাইক্রোসাইট (Microsite) তৈরি হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে ভারতে লঞ্চের পর টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চের পর অনলাইনে অ্যামাজন থেকে কেনা যাবে। ভারতে লঞ্চ হতে চলা টেকনো সংস্থার নতুন ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, ফোনের ডিজাইন কেমন হতে চলেছে তার একটা আভাস পাওয়া গিয়েছে। আনুষ্ঠানিক ভাবে টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চের আগে সেইসব নমুনাগুলিই একবার দেখে নেওয়া যাক। 


টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনের ডিজাইন 


এই ফোনের যে টিজার ছবি প্রকাশ্যে এসেছে সেখানে দেখা গিয়েছে ফোনের ব্যাক প্যানেলে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। এই ক্যামেরা মডিউল সামান্য উঁচু হবে। চৌকো আকৃতিক ক্যামেরা মডিউল লক্ষ্য করা যাবে। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে থাকবে এই ক্যামেরা মডিউল। তার চারপাশে থাকবে একটি সিলভার মেটালিক বর্ডার। 


টেকনো সংস্থার আসন্ন ফোনে সিম ট্রে- এর স্লট থাকবে ফোনের বাঁদিকের সাইডের অংশে। আর ডানদিকের সাইডের অংশে থাকবে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন। ফোনের একদম নীচের অংশে থাকবে একটি স্পিকার গ্রিল। Dolby Atmos সাপোর্ট যুক্ত স্পিকার থাকতে চলেছে এই ফোনে। সাদা রঙে ভারতে লঞ্চ হতে পারে টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোন। 


টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনে কী কী ফিচার থাকতে চলেছে দেখে নিন একনজরে 


টেকনো সংস্থা জানিয়েছে তাদের টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা মডিউলে একটি ম্যাক্রো লেন্সও থাকবে। এছাড়াও গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো ভারতে লঞ্চ হতে চলা টেকনো স্পার্ক ২০ প্রো ৫জি ফোনে থাকবে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত ডায়নামিক র‍্যাম যুক্ত থাকবে। এই ফোনে ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকবে যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব হবে। 


আরও পড়ুন- ভারতে Honor ২০০ সিরিজ কবে লঞ্চ হবে? কোন কোন লঞ্চ হতে পারে? দেখে নিন সম্ভাব্য ফিচার 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।