Tecno Smartphone: টেকনো স্পার্ক গো (২০২৪) (Tecno Spark Go 2024) ফোন ভারতে লঞ্চ হয়েছে। টেকনো সংস্থার স্পার্ক সিরিজের (Tecno Spark Series) এই ফোন একটি বাজেট সেগমেন্টের মডেল (Budget Segment Phone)। অর্থাৎ সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকবে ফোনের দাম। ভারতে টেকনো স্পার্ক গো (২০২৪) ফোন লঞ্চ হয়েছে দুটো রঙে এবং এই ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি নতুন সফটওয়্যার সাপোর্ট যার নাম ডায়নামিক পোর্ট। এর সাহায্যে বিভিন্ন অ্যালার্ট এবং নোটিফিকেশন দেখা যাবে ফোনের ডিসপ্লের উপর, ফ্রন্ট ক্যামেরা কাট আউটে। এই জাতীয় একটি ফিচার আইফোনে রয়েছে যার নাম ডায়নামিক আইল্যান্ড। টেকনো সংস্থার স্পার্ক সিরিজের নতুন বাজেট ফোনে রয়েছে একটি Unisoc T606 প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে। এই ফোনের সর্বোচ্চ স্টোরেজ ১২৮ জিবি। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। 


ভারতে টেকনো স্পার্ক গো (২০২৪) ফোনের দাম 


এই ফোনের বেস মডেল যেখানে ৩ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ রয়েছে, সেই ভ্যারিয়েন্টের দাম ৬৬৯৯ টাকা। এই ফোন ৮ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়েও লঞ্চ হয়েছে। তবে এই দুই ভ্যারিয়েন্টের দাম পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে টেকনো সংস্থা। গ্র্যাভিটি ব্ল্যাক এবং মিস্ট্রি হোয়াইট- এই দুই রঙে টেকনো স্পার্ক গো (২০২৪) ফোন লঞ্চ হয়েছে ভারতে। আগামী ৭ ডিসেম্বর থেকে শুরু হবে বিক্রি। কেনা যাবে অ্যামাজন থেকে। টেকনো স্পার্ক গো (২০২৩) ফোনের সাকসেসর হল টেকনো স্পার্ক গো (২০২৪) ফোন। 


টেকনো স্পার্ক গো (২০২৪) ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ফোনে Android 13 (Go Edition) based HiOS 13- এর সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৬.৫৬ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে এবং এটি একটি IPS ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ডিসপ্লেরুপরে রয়েছে Panda স্ক্রিন প্রোটেকশন। 

  • টেকনো সংস্থার মেমোরি ফিউশন টেকনোলজির সাহায্যে এই ফোনের অব্যবহৃত স্টোরেজ ভার্চুয়াল র‍্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন ইউজাররা।

  • এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি এআই লেন্স এবং ডুয়াল ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ডুয়াল স্টিরিও স্পিকার এবং DTS সাউন্ড টেকনোলজি। 


আরও পড়ুন- টেকনো স্পার্ক ২০- দাম হতে পারে ১০ হাজারের কমে, তবে থাকছে আইফোনের ফিচার