নিউইয়র্ক : ১১ বছর বাদে করা ট্যুইটে মিম পোস্ট করে খোঁচাটা দিয়েছিলেন মার্ক জুকেরবার্গ (Mark Zukerberg)। মেটার-র (Meta) সিইও ইনস্ট্রাগ্রামের থ্রেডস (Instagram Threads) নিয়ে আসার খবর দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে নিয়েছিলেন মজার মোড়ক। তবে সোশ্যাল মিডিয়ায় এবার সরাসরি মেটাকে চুরি করার দায়ে অভিযুক্ত করলেন ইলন মাস্ক (Elon Musk)। জুকেরবার্গের ট্যুইটেই পাল্টা 'কপি-পেস্ট ফর্মুলা' নেওয়ার বার্তা দিয়েছিলেন, আর এবার সরাসরি ট্যুইটার প্রধানের বার্তা 'প্রতারণা'র। সবমিলিয়ে দুই সোশাল মিডিয়া জায়ান্টের লড়াই সমাজমাধ্যমে ক্রমশ ছড়িয়ে পড়ছে।


থ্রেডস নিয়ে একটি ট্যুইটের পাল্টা উত্তর হিসেবে ট্যুইটারের (Twitter) প্রধান এলন মাস্ক লিখেছেন, 'প্রতিযোগিতা করা ঠিক আছে, কিন্তু প্রতারণা নয়'। প্রসঙ্গত, টেক্সট বেসড কনভারসেশন অ্যাপ থ্রেডস (Threads)। একই 'ইউজার নেম' দিয়ে এই ফটো শেয়ারিং প্লাটফর্ম থেকেই থ্রেডের পোস্ট দেখা যাবে। আর সেটি আসলে ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ (Twitter Rival App)। আর যার পর থেকেই মেটাকে খোলাখুলি সমাজমাধ্যমেই 'চুরি' করার দায়ে দাগিয়ে দিচ্ছেন ট্যুইটার কর্ণধার মাস্ক।


মেটার তরফে এর আগেও একাধিকবার প্রতিদ্বন্দ্বী সংস্থাদের নেওয়া পদক্ষেপের পাল্টা চাল দেওয়া হয়েছে। টিকটকের (TikTok) জনপ্রিয়তা দেখেই ইনস্ট্রাগ্রামে রিলসে জোর দেওয়া হয়েছিল। স্ন্যাপচ্যাটের (Snapchat) ফটো স্টোরির পাল্টা এসেছিল ইনস্টাগ্রাম ও ফেসবুক স্টোরি। এবার থ্রেডসের মাধ্যমে ট্যুইটারের জনপ্রিয়তার থাবা দেওয়ার কাজে হাত দিয়েছে তারা। 


মেটা'র ইনস্টাগ্রাম টিম এই নতুন থ্রেডস অ্যাপ তৈরি করেছে। ইউজারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলেই খুব সহজে থ্রেডস অ্যাপে সাইন-ইন বা লগ-ই ইন করতে পারবেন আপনি। টেক্সট আপডেট শেয়ার করার পাশাপাশি অন্যান্য ইউজারদের সঙ্গে পাবলিক কনভারসেশন অর্থাৎ বার্তালাপেও যোগ দিতে পারবেন ইউজাররা। ৫০০ ক্যারেক্টার পর্যন্ত টেক্সট লেখা যাবে। তার সঙ্গে লিঙ্ক, ছবি, ভিডিও যোগ করা যাবে। ৫ মিনিট ডিউরেশন বা সময়ের ভিডিও শেয়ার করা যাবে এই মাধ্যমে। মূলত এই অ্যাপ একটি টেক্সট ভিত্তিক কনভারসেশন অ্যাপ।


প্রসঙ্গত, সম্প্রতি ট্যুইটারের নতুন বৈশিষ্ট্য নিয়ে বার্তা দিয়েছিলেন কোম্পানির প্রাক্তন সিইও এলন মাস্ক। যেখানে মাস্ক জানান, এবার থেকে নির্দিষ্ট সংখ্যার ট্যুইটার পোস্ট দেখতে পাবেন ইউজাররা। অন্যথায় কেবল টাকা দিয়েই দেখতে হবে বেশি পোস্ট।  সেই ক্ষেত্রে নন-ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডাররা দিনে ১০০০ টির বেশি ট্যুইট দেখতে পারবেন না। যদিও ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডাররা দিনে ১০ হাজার ট্যুইট দেখতে পাবেন। যার কয়েকদিনের মধ্যেই থ্রেডস বাজারে নিয়ে এল মেটা।


আরও পড়ুন- মেটা থ্রেডস অ্যাপ আসলে কী? কীভাবে ব্যবহার করবেন? ইউজাররা কী কী সুবিধাই বা পাবেন?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial