Threads App: ইন্সটাগ্রামের (Instagram) নতুন থ্রেডস অ্যাপে (Threads App) এমন কিছু ফিচার রয়েছে যা ট্যুইটারে নেই। জুলাই মাসের শুরুতে গত ৬ জুলাই লঞ্চ হয়েছে থ্রেডস অ্যাপ। ট্যুইটারের প্রতিদ্বন্দ্বী অ্যাপ হিসেবেই লঞ্চ হয়েছে এই থ্রেডস অ্যাপ। ইতিমধ্যেই ১০০ মিলিয়ন ইউজার পেরিয়েছে থ্রেডস অ্যাপে। থ্রেডস অ্যাপে ট্যুইটারের মতো হ্যাশট্যাগ ফিচার নেই। পোস্ট সার্চ করার অপশনও নেই থ্রেডস অ্যাপে।
এবার দেখে নেওয়া যাক থ্রেডস অ্যাপের কোন কোন ফিচার ট্যুইটারে উপলব্ধ নয়
- ইন্সটাগ্রামের মতো থ্রেডস অ্যাপেও একটা পোস্টে ১০টি ছবি বা ভিডিও আপলোডের সুবিধা পাবেন ইউজাররা। কিন্তু ট্যুইটারে মিডিয়া লিমিট রয়েছে। এক্ষেত্রে ৪টি ছবি বা ভিডিও শেয়ার বা আপলোড করা যায়।
- থ্রেডস অ্যাপে আপনি কোনও নির্দিষ্ট প্রোফাইল রেস্ট্রিক্ট করার অপশন পাবেন। সেই ইউজার অবশ্য এই প্রসঙ্গে কিছু জানতে পারবেন না। ব্লক বা মিউট করার পরিবর্তে অপছন্দের ইউজারকে রেস্ট্রিক্ট করার সুযোগ থাকছে। তাহলে ওই ইউজারের থেকে আর কোনও নোটিফিকেশন আপনি পাবেন না।
- থ্রেডস অ্যাপ থেকে বিরতি নিতে চাইলে সেই সুযোগও পাবেন ইউজাররা। এই ফিচারের নাম Take a break। থ্রেডস অ্যাপের সেটিংসে রয়েছে এই ফিচার। প্রতি ১০, ২০ বা ৩০ মিনিট পরে থ্রেডস অ্যাপ থেকে বিরতি নেওয়ার জন্য রিমাইন্ডার সেট করতে পারবেন ইউজাররা। ট্যুইটারে এ জাতীয় কোনও ফিচার নেই।
- সাময়িক ভাবে নোটিফিকেশন বন্ধ করার সুযোগ পাবেন থ্রেডস অ্যাপের ইউজাররা। ৮ ঘণ্টা পর্যন্ত নোটিফিকেশন বন্ধ রাখার ফিচার রয়েছে ট্যুইটারে। অনেক সময়েই ফোনে আসা প্রচুর নোটিফিকেশন আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রে থ্রেডস অ্যাপের নতুন ফিচার যথেষ্ট কার্যকরী।
- থ্রেডসের সঙ্গে ইন্সটাগ্রাম ওতোপ্রোতভাবে জড়িত। থ্রেডসের পোস্ট সরাসরি ইন্সটাগ্রাম স্টোরিতে শেয়ার হয়ে যাবে। ইন্সটাগ্রামে অ্যাকাউন্ট থাকলেই থ্রেডস অ্যাপে সাইন-ইন করতে পারবে আপনি। ইন্সটাগ্রাম অ্যাপের ক্রেডেন্সিয়াল দিয়েই সাইন-ইন করা যাবে থ্রেডস অ্যাপে।
অ্যান্ড্রয়েড এবং আইওএস- দুই ভার্সানেই এই অ্যাপ সাপোর্ট করছে। টেক্সট ভিত্তিক কনভারসেশন অ্যাপ হল থ্রেডস। এখানে ৫০০ ক্যারেক্টার পর্যন্ত পোস্ট লেখা যাবে। সেই সঙ্গে লিঙ্ক, ছবি, ভিডিও পোস্ট করা যাবে। ৫ মিনিটের ভিডিও পোস্ট করা যাবে থ্রেডস অ্যাপে। ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের ক্রেডেন্সিয়াল দিয়েই সব কাজ করা যাবে। ইন্সটাগ্রামের ইউজার নেমই থাকবে থ্রেডসে। এমনকি ইউজারের ফলোয়ারদেরও স্থানান্তরিত করার সুবিধা রয়েছে। অর্থাৎ থ্রেডসে অ্যাকাউন্ট খুলতে চাইলে ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।
আরও পড়ুন- ডাক্তারের অ্যাপয়েনমেন্ট নিতে হাসপাতালে ফোন, মহিলা খোয়ালেন লক্ষাধিক টাকা!