5G Phone: ভারতে চলতি বছরই ৫জি (5G) পরিষেবা লঞ্চ হতে চলেছে। রিলায়েন্স জিও (Reliance Jio) সংস্থা জানিয়েছে অক্টোবর মাসে দীপাবলির আগেই ভারতের চারটি মেট্রোপলিটান শহরে (কলকাতা, চেন্নাই, মুম্বই এবং পুণে) ৫জি (5G) নেটওয়ার্ক চালু হবে। শোনা যাচ্ছে, অক্টোবরেই ভারতে ৫জি সার্ভিস চালু করতে পারে এয়ারটেল সংস্থাও। এই পরিস্থিতিতে হয়তো অনেকেই ৫জি ফোন কেনার পরিকল্পনা করছেন। তবে সাধারণ ভাবে একটা ধারণা রয়েছে যে ৫জি ফোন মানেই অতিরিক্ত দাম। কিন্তু ভারতে ২০ হাজার টাকার কমে বেশ কয়েকটি ৫জি ফোন পাওয়া যাচ্ছে। সেই তালিকায় কোন কোন ফোন রয়েছে দেখে নেওয়া যাক।


পোকো এক্স৪ প্রো ৫জি- পোকোর এই ৫জি ফোনের দাম ১৮,৯৯৯ টাকা। এখানে রয়েছে একটি ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডট ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। আর রয়েছে ৫০০০ এমএএইচ ক্যামেরা, ৬৭ ওয়াটের টার্বো চার্জিং টেকনোলজি, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর ও ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।


ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট- ওয়ানপ্লাসের এই ৫জি ফোনের দাম ১৮,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে একটি ৬.৫৯ ইঞ্চির ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি।


আইকিউওও জেড৬ ৫জি- ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ৫জি ফোনের দাম ১৫,৪৯৯ টাকা। এই ফোনেও রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচের ব্যাটারি।


রেডমি নোট ১১টি- শাওমির এই ৫জি ফোনের দাম ১৬,৯৯৯ টাকা। এখানে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর, ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট।


রিয়েলমি ৯- রিয়েলমির এই ৫জি ফোনের দাম ১৫,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে একটি ৬.৫ ইঞ্চির ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, ৫০০০ এমএএইচের ব্যাটারি, ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি।


আরও পড়ুন- ভারতে ইনফিনিক্স নোট ১২ প্রো ফোনের বিক্রি শুরু হয়েছে, দাম কত, কী কী অফার রয়েছে?