Smartwatches: আজকাল অ্যানালগ ওয়াচের (Analog Watches) তুলনায় নতুন জেনারেশনের বেশি পছন্দ স্মার্টওয়াচ (Smartwatches Uder Rs 2000)। ভারতের বাজারে বেশ কয়েকটি স্মার্টওয়াচ রয়েছে যেগুলির দাম বিভিন্ন ই-কমার্স সংস্থার ২০০০ টাকার কম। তবে ফিচারের দিন থেকে কোনও কমতি এই এইসব স্মার্টওয়াচে। এই তালিকায় কোন কোন কোম্পানির কোন কোন স্মার্টওয়াচ রয়েছে? একনজরে দেখে নেওয়া যাক। 


Fire-Boltt Visionary


এই স্মার্টওয়াচে রয়েছে ১.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং অলওয়েজ অন ফিচারের সাপোর্ট। ইন্টারনাল স্টোরেজ মেমোরির ক্ষেত্রে এই স্মার্টওয়াচে রয়েছে ১২৮ এমবি স্টোরেজ যা ইউজারদের গান স্টোর করে রাখার সুবিধা দেয়। একবার চার্জ দিলে এই স্মার্টওয়াচ ২ দিন চালু থাকবে (ব্লুটুথ কলিং ফিচার সমেত) বলে সংস্থার দাবি। অন্যদিকে ব্লুটুথ কলিগ ফিচার ছাড়া এই স্মার্টওয়াচ একবার চার্জ দিলে ৫ দিন পর্যন্ত চাল্য থাকবে বলে দাবি করেছে Fire-Boltt সংস্থা। এর সঙ্গে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারও বন্ধ রাখতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাসিসট্যান্স রয়েছে এই স্মার্টওয়াচে। সমস্ত সোশ্যাল অ্যাপের নোটিফিকেশন পাওয়া যাবে এই ডিভাইস। এছাড়াও ইউজাররা পাবেন কল নোটিফিকেশন, হেলথ ট্র্যাকিং ফিচার, স্পোর্টস ট্র্যাকিং ফিচারের সাপোর্ট। 


BeatXP Vega X


এই স্মার্টওয়াচে রয়েছে ১.৪৩ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এখানেও রয়েছে অলওয়েজ অন ডিসপ্লে ফিচারের সাপোর্ট। অ্যাডভান্সড ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এই বিশেষ ফিচারে রয়েছে smart EzyPair technology- র সাপোর্ট। এছাড়াও রয়েছে হেলথ মনিটরিং ফিচার, ১০০-র বেশি স্পোর্টস মোড, মেন্সট্রুয়াল অ্যালার্ট এবং আরও অত্যাধুনিক ও উন্নত ফিচারের সাপোর্ট। একটি লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে এই স্মার্টওয়াচে। 


boAt Ultima Chronos


বোটের এই স্মার্টওয়াচে রয়েছে ১.৯৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং অলওয়েজ অন ডিসপ্লে ফিচারের সাপর্ট। ৭০০-র বেশি ফিটএস এবং স্পোর্টস অ্যাক্টিভিটির ফিচার যুক্ত রয়েছে এই ডিভাইসে। ইউজাররা খুব সহজে সাবলীল ভাবে ব্লুটুথ কলিং ফিচারের পরিষেবা পাবেন। স্মার্টওয়াচ ফেস কাস্টোমাইজ করার সুবিধাও রয়েছে। ক্রিকেট, ফুটবল অত্যাদি খেলার ম্যাচ থাকলে স্কোর দেখতে পাবেন এই স্মার্টওয়াচেই। স্ট্যান্ডবাই মোডে ৩০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে এই স্মার্টওয়াচের। 


Fire-Boltt Quest


এই স্মার্টওয়াচে রয়েছে ১.৩৯ ইঞ্চির ফুল টাচ ডিসপ্লে এবং জিপিএস টেকনোলজির সাপোর্ট রয়েছে। হ্যান্ড-ফ্রি ব্লুটুথ কলিং পরিষেবাও থাকছে ইউজারদের জন্য। ১০০ স্পোর্টস মোড, নিখুঁত হেলথ মনিটরিং ফিচারের সাপোর্ট এবং আরও অনেক কিছু রয়েছে এই স্মার্টওয়াচে। একবার চার্জ দিলে সাধারণ ভাবে ৫ থেকে ৭ দিন আর স্ট্যান্ডবাই মোডে ১৫ দিন পর্যন্ত স্মার্টওয়াচ চালু থাকবে। পুরো চার্জ হতে মাত্র ২ ঘণ্টা সময় লাগবে এই ডিভাইস। এটি একটি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। 


Cult.Sport Burn Plus


এই স্মার্টওয়াচে রয়েছে ১.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং অলওয়েজ অন ডিসপ্লে। এআই ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্টও রয়েছে এই ডিভাইসে। এছাড়াও রয়েছে একগুচ্ছ হেলথ মনিটরিং ফিচার যেমন- হার্ট রেট মনিটরিং, real SpO2, ব্লাড প্রেশার মনিটরিং ফিচার, স্লিপ, ব্রিদিং ট্রেনিং, পিরিয়ড ট্র্যাকার এবং আরও অনেক কিছু পরিমাপের ফিচারের সাপোর্ট। সোশ্যাল মিডিয়া অ্যাপের নোটিফিকেশন এই স্মার্টওয়াচেই পাবেন ইউজাররা। ১০০-র বেশি স্পোর্টস মোডের সাপোর্ট রয়েছে এখানে। একবার চার্জ দিলে ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে বলে দাবি করেছে সংস্থা।