Innova Hycross: মাইলেজের জন্য কখনোই পরিচিত ছিল না এই গাড়ি। টয়োটা ইনোভা ক্রিস্টা বলতেই পারফরম্যান্স। অতীতে এই দক্ষতার ওপরে ভিত্তি করেই নিজের ব্র্যান্ড তৈরি করেছে কোম্পানি। সম্প্রতি এই গাড়ির মডেল প্রকাশ্য়ে এনেছে টয়োটা। যার পর থেকেই শুরু হয়েছে জ্বালানি নিয়ে কোম্পানির নতুন দাবি। বিশেষ করে হাইব্রিড পাওয়ারট্রেনের কারণে এখন নতুন ২.০ লিটার পেট্রল ইঞ্জিন এনেছে হাইক্রসে,যা একটি বৈদ্যুতিক মোটরের সঙ্গে মিলিত হয়ে প্রায় ১৮২ bhp-র  শক্তি উৎপন্ন করে। এটি একটি eCVT গিয়ারবক্স পায়,যা ইভি মোডের সঙ্গে ড্রাইভ মোডও পেয়ে থাকে। 


Toyota Innova Hycross Mileage: ড্রাইভিং অভিজ্ঞতা
একটি স্ট্যান্ডার্ড ২.০ লিটার পেট্রল ইঞ্জিন বিকল্পও পাওয়া যায় এই গাড়িতে।তবে হাইব্রিড সংস্করণটি আরও জ্বালানি সাশ্রয়ী ও সেই কারণেই আমরা এটি পরীক্ষা করেছি। ইনোভা হাইক্রস হাইব্রিড EV মোডে শুরু হয়, এটি সম্পূর্ণ সাইলেন্স ড্রাইভিং অভিজ্ঞতা দেয়। আমরা এই গাড়িকে ইকো মোডে স্যুইচ করেছি। বেঙ্গালুরু ট্রাফিকের মধ্যে এই গাড়ি চালিয়ে আমাদের আরামদায়ক অভিজ্ঞতা হয়েছে। হাইওয়েতেও ভাল অভিজ্ঞতা দেয় এই গাড়ি।  আমরা থ্রোটলে খুব বেশি পিকআপ তুলিনি। থ্রটল না দিয়েও ইনোভা হাইক্রস স্বাচ্ছন্দ্যে মাইলের পর মাইল চলতে পারে।


Innova Hycross: প্রকৃত মাইলেজ কত ?
ইনোভার দাবি, গাড়িটির মাইলেজ ২১.১ কিলোমিটার দেয়। এই কথা বাস্তব ভিত্তি না থাকলেও এই গাড়ি আসলে প্রায় ১৮ কিমি মাইলেজ দেয়। এর মধ্যে হাইওয়েতে মসৃণ গাড়ি চালানোর অভিজ্ঞতা হয়েছে আমাদের। ভিড় যানজটে শহরে এই গাড়ি ১৭ kmpl পর্যন্ মাইলেজ দেয়। এটি এখনও আগের Crysta ডিজেলের তুলনায় বেশি মাইলেজ দিচ্ছে। নতুন প্ল্যাটফর্ম, একটি হাইব্রিড পাওয়ারট্রেন হওয়ায় ইনোভা হাইক্রসকে আরও দক্ষ করে তোলে। এটি সহজেই অন্যান্য পেট্রোল MPV-র পাশাপাশি অন্যান্য প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে যায়।


Toyota Innova Hycross Mileage: ক্রিস্টা ডিজেল গ্রাহকদের আকৃষ্ট করবে
এই গাড়ির সঙ্গে একটি হাইব্রিড পাওয়ারট্রেন যুক্ত করা একটি দুর্দান্ত পদক্ষেপ। যা গ্রাহকদের ডিজেল ক্রিস্টা থেকে পেট্রলে স্থানান্তরিত করা অনেক সহজ করে তোলে৷ এই গাড়ির সবথেকে বেশি মাইলেজ পেতে চালককে ইকো মোড ব্যবহার করার জন্য হালকা থ্রটল ইনপুটও দিতে হবে। তবেই সেরা মাইলেজ পাবেন আপনি।  


আরও পড়ুন : Upcoming Cars in 2023: নতুন বছরে লঞ্চ হবে এই ২৪টি গাড়ি,দেখে নিন পুরো তালিকা