Mobile Number Porting: সারা দেশেই এবার বদলে যাবে সিমকার্ডের নিয়ম। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) ১৫ মার্চ সিমকার্ড নিয়ে একটি নতুন নিয়ম জারি করেছে। আগামী ১ জুলাই থেকেই কার্যকর হবে এই নিয়ম। মূলত সিমকার্ডকে ঘিরে ঘটে চলা প্রতারণা ও জালিয়াতির ঘটনা হ্রাস করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই নিয়ম (SIM Card Rule) না জানা থাকলে সিম ব্যবহারকারীরা সমস্যায় পড়বেন।


কী কী বদল এসেছে


TRAI-এর নতুন নিয়মে মূলত মোবাইল নম্বর (SIM Card Rule) পোর্টিংয়ের ক্ষেত্রে কিছু বদল আনা হয়েছে। সিম সোয়্যাপিং জালিয়াতির ঘটনা কমাতে এমএনপি অর্থাৎ মোবাইল নম্বর পোর্টিংয়ের নিয়মে বদল আনা হয়েছে। এই নিয়মে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তি সিম চুরি যাওয়া, সিম নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন সিম কার্ড নিতে চাইছেন তাঁরা সিমকার্ড নেওয়ার ৭ দিনের মধ্যে সেই সিম পোর্ট করাতে পারবেন না। অর্থাৎ নতুন নেওয়া নম্বরটি অন্য কোনও টেলিকম সংস্থায় বদলে নেওয়া যাবে না। এই বছর জানুয়ারি মাসেও কিছু নিয়মে বদল এনেছিল TRAI। বলা হয়েছিল, গ্রাহককে মেসেজ পাঠানোর আগে গ্রাহকের থেকে অনুমতি নিতে হবে টেলিকম সংস্থাকে। সেই নিয়ম কার্যকর হয়ে গিয়েছে।


কীভাবে পোর্ট করা যাবে


ভারতের টেলি-যোগাযোগ মন্ত্রক এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করার পরেই এই নতুন নিয়ম জারি করেছে TRAI। টেলিকম রেগুলেটর অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে আগামী ১ জুলাই থেকে এই নতুন নিয়ম সারা দেশে কার্যকর হবে। TRAi এর সঙ্গে আরও একটি নিয়ম জারি করে জানিয়েছে যে, সিম সোয়্যাপের মেয়াদ শেষ হওয়ার আগে সাত দিনের মধ্যে টেলিকম অপারেটর (SIM Card Rule) একটি আট সংখ্যার ইউপিসি কোড পাঠাবে গ্রাহকে যা হল Unique Porting Code। মোবাইল নম্বর পোর্ট করার জন্য এটিই প্রথম ধাপ। এই পদ্ধতিতে গ্রাহকেরা টেলিকম অপারেটরকে মেসেজ করে সেই ৮ সংখ্যার ইউপিসি কোড পান।


গত বছর সিমকার্ড (SIM Card Rule) ব্যবসায়ীদের জন্য নতুন বিধি জারি করেছিল ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন যে দেশের ১৮ লক্ষ সিমকার্ড ব্যবসায়ীদের জন্য KYC প্রক্রিয়া বাধ্যতামূলক করা হচ্ছে। পুলিশি যাচাইকরণ এবং বায়োমেট্রিক পরীক্ষাও করা হবে এই ব্যবসায়ীদের। জাল নথি দিয়ে বহু সিমকার্ড বিক্রির তথ্য সামনে এসেছে মন্ত্রকের। গত বছর মে মাস থেকে আগস্ট মাসের মধ্যে ৩০০ সিমকার্ড ব্যবসায়ীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে বলেও জানা গিয়েছে।


আরও পড়ুন: WhatsApp: হোয়াটসঅ্যাপ পেমেন্টে আসছে নতুন ফিচার, আরও সুবিধা পাবেন ইউজাররা, কী চালু হতে চলেছে?