Twitter Blue: অবশেষে ট্যুইটারে আসছে ব্লু (Twitter Blue Subscription) সাবস্ক্রিপশন। ১২ ডিসেম্বর এই ফিচার পুনরায় লঞ্চ করতে চলেছেন ইলন মাস্ক (Elon Musk)। ট্যুইটার (Twitter) কর্তৃপক্ষ একথা ঘোষণা করেছে। এই ব্লু সাবস্ক্রিপশনের মাধ্যমে একাধিক প্রিমিয়াম ফিচার পাবেন ইউজাররা। ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু টিক, 1080p ভিডিও পোস্ট করার সুবিধা, ট্যুইট এডিট করা- এইসব সুযোগ পাবেন ইউজাররা। জানা গিয়েছে, ওয়েবের ক্ষেত্রে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ মাসে ৮ ডলার। অন্যদিকে আইওএস- এর ক্ষেত্রে এই খরচ মাসে ১১ ডলার।
অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন এসেছে এই মাইক্রোব্লগিং মাধ্যমে। সেই সময়ে ট্যুইটারের এই ব্লু সাবস্ক্রিপশন ফিচার চালু হয়েছিল নির্দিষ্ট কিছু দেশে। তবে অনেক স্প্যাম প্রোফাইল ব্লু ব্যাজ পেয়ে যাওয়ার পর ট্যুইটার এই ফিচার বন্ধ করে দেয়। কারণ এই ফিচার আরও উন্নত করার প্রয়োজন ছিল। ট্যুইটার ব্লু আসতে চলেছে গোল্ড, গ্রে এবং ব্লু চেক মার্ক সমেত। গোল্ড চেক মার্ক দেওয়া হবে বিভিন্ন কোম্পানির জন্য। গ্রে চেক মার্ক থাকবে সরকারি অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর ব্লু চেক মার্ক থাকবে সাধারণ ইউজারদের জন্য। সেই দলে তারকাও থাকতে পারেন। এইসব চেক মার্ক অ্যাক্টিভেট হওয়ার আগে সমস্ত ভেরিফায়েড অ্যাকাউন্টকে ম্যানুয়ালি অথেনটিকেটেড করা হবে। ভারতে কবে ট্যুইটারের এই সার্ভিস চালু হবে এবং তার খরচ কত, নিশ্চিত ভাবে সেকথা জানা যায়নি।
এর আগে ২৯ নভেম্বর ট্যুইটার ব্লু চালু হওয়ার কথা ছিল। তা পিছিয়ে যায়। দ্বিতীয়বার ঠিক হয় ২ ডিসেম্বর ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন ফিচার চালু হবে। কিন্তু সেটাও পিছিয়ে যায়। এবার শেষ পর্যন্ত ১২ ডিসেম্বর লঞ্চ হতে চলেছে ট্যুইটারের ব্লু সাবস্ক্রিপশন। ট্যুইটারের ব্লু-টিক সাবস্ক্রিপশন পাওয়ার জন্য নতুন ইউজারদের ৯০ দিন অপেক্ষা করতে হবে। অর্থাৎ ৯০ দিন ট্যুইটারে থাকতে হবে এই ইউজারদের। ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক পরিবর্তন করেছেন ইলন মাস্ক।
Whatsapp Avatar: হোয়াটসঅ্যাপে ইউজারদের জন্য চালু হয়েছে নতুন ফিচার (Whatsapp Features)। ইউজাররা এবার থেকে নিজেদের অবতার তৈরি করতে পারবেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজাররা যাতে নিজেদের আবেগ, অভিব্যক্তি আরও ভালভাবে বোঝাতে পারেন, তার জন্যই এই অবতার (Whatsapp Avatar) তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, এই মেসেজিং অ্যাপে নিজেদের অবতার তৈরি করার পাশাপাশি হোয়াটসঅ্যাপ প্রদত্ত ৩৬টি কাস্টম স্টিকারও ব্যবহারও করতে পারবেন ইউজাররা। একটি ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, অবতার বানানোর জন্য আগামী দিনে আরও কিছু স্টাইল যুক্ত করবে তারা। সেই তালিকায় থাকবে লাইটিং, শেডিং, হেয়ার স্টাইল টেক্সচার এবং আরও অনেক কিছু।
আরও পড়ুন- নতুন বছরের প্রথম সপ্তাহেই ভারতে লঞ্চ হতে পারে রেডমি নোট ১২ সিরিজ