কলকাতা: টাকার বিনিময়ে 'ট্যুইটার ব্লু টিক' (Twitter Blue Tick) পরিষেবা চালুর ঘোষণা করার পরই বিপত্তি। মাইক্রোব্লগিং সাইট টুইটারের সোশ্যাল মিডিয়া সংস্থার নতুন কর্ণধার ইলন মাস্ক (Elon Musk) জানিয়েছিলেন ট্যুইটারে 'ব্লু ভেরিফিকেশন টিক মার্ক' এবার থেকে কিনতে পারবেন ইউজাররা। তার জন্য খরচ লাগবে মাসে ৮ ডলার। কিন্তু এবার সেই কাজেই বিপত্তি। নতুন পরিষেবা শুরু হতে না হতেই বন্ধ হয়ে গেল টুইটারের এই বহুল চর্চিত নিয়ম।
এদিকে, ব্লু টিক পাওয়ার জন্য মাসিক সাবস্ক্রিপশনের (Subscription) যে নিয়ম চালু করেছিল টুইটার, বহু ব্যবহারকারীরাও দাবি করেছেন যে টুইটার ব্লুয়ে সাইন আপের অপশনটি আর দেখা যাচ্ছে না। ফলে টুইটারের প্রথমে এই নিয়ম আনা ও পরে তা ফিরিয়ে নেওয়া নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেই অভিযোগ করেছেন গ্রাহকরা।
যদিও এখনও এই নিয়ম অ্যাপেল ইউজারদের জন্যই রয়েছে। অ্যান্ড্রয়েড ইউজাররা এই সুবিধা এখনও পাননি। তারই মধ্যে এই সমস্যা। দ্য ভার্জ-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, যদি কেউ টুইটারে সাবস্ক্রিপশন নিতে যান সেক্ষেত্রে এখন একটি মেসেজ ভেসে উঠছে। সেখানে লেখা থাকছে, "আপনাদের আগ্রহ প্রকাশ করার জন্য ধন্যবাদ। টুইটার ব্লু আপনাদের দেশেও খুব তাড়াতাড়ি উপলব্ধ হবে। কিছুক্ষণ পর আবার দেখুন।"
আরও পড়ুন, ‘আন্দোলন অপরাধ নয়’, ৩০ জন চাকরিপ্রার্থীকে জামিন দিয়ে কড়া মন্তব্য বিচারকের
প্রসঙ্গত, গত ৬ নভেম্বর এই সোশ্যাল মিডিয়া সংস্থার নতুন কর্নধার এলন মাস্ক জানিয়েছিলেন, মাসখানেকের মধ্যেই ভারতে ট্যুইটার ব্লু পরিষেবা শুরু হয়ে যাবে। আরও জানা যায়, কোনও দেশে 'ব্লু টিক'-র খরচ কত হবে তা সেই দেশের ক্রয়ক্ষমতার সাম্যের নীতির সঙ্গে সঙ্গতি রেখে নির্ধারণ হবে। সেক্ষেত্রে আমেরিকার তুলনায় ভারতে এই পরিষেবার মূল্য কিছুটা বেশি হওয়ায় আপাত ভাবে প্রশ্ন উঠছেই।