IBPS Calendar 2023 To Release Soon: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। শীঘ্রই CRP PO/MT,CRP RRB, CRP ক্লার্ক ও CRP স্পেশাল অফিসারের মতো অনেক পরীক্ষা হতে চলেছে। প্রতি বছরই ইনস্টিটিউট অব ব্যাঙ্ক পার্সোনাল এক্সামিনেশন এই ধরনের অনেকগুলি পরীক্ষা পরিচালনা করে। মিডিয়া রিপোর্ট অনুসারে, ২০২৩ সালের পরীক্ষার জন্য IBPS ক্যালেন্ডার ডিসেম্বর ২০২২ বা ২০২৩-র জানুয়ারিতে প্রকাশিত হতে পারে। ক্যালেন্ডার প্রকাশের পরই স্পষ্ট হবে কোন পরীক্ষা কোন তারিখে হবে। এই তালিকার বিষয়ে বিস্তারিত জানতে ibps.in -এ যেতে হবে।
IBPS ব্যাঙ্ক পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নেবেন
১ যেকোনও পরীক্ষার প্রস্তুতির জন্য পরিকল্পনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে একটি পরিকল্পনা তৈরি করুন। এর অধীনে সিলেবাস, প্রস্তুতির পদ্ধতি ও সময়-সারণী থেকে সবকিছু ঠিক করে নিন।
২ কিছু স্টাডি মেটেরিয়াল অনলাইনেও পাওয়া যায়। আপনি চাইলে এখান থেকেও কোর্সের জন্য উপাদান সংগ্রহ করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর অনেক ওয়েবসাইটে খুব ভাল ব্যাখ্যা সহ পেতে পারেন। আপনি চাইলে সেই ওয়েবসাইটগুলির সাহায্য নিতে পারেন।
৩ নিয়মিত মক টেস্ট দিতে ভুলবেন না। আপনার সিলেবাসের অংশটি পরীক্ষা দিতে ভুলবেন না।
৪ প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছনোর সঙ্গে সঙ্গে আগের বছরের প্রশ্নপত্র সমাধান করে আপনার কতটা তৈরি তা বুঝে নিন।
৫ এই ক্ষেত্রে দেখে নিন, আপনি কোথায় ভুল করছেন। অনেক ওয়েবসাইটে, আপনি বিনামূল্যে মক টেস্ট পেপার ডাউনলোড ও সমাধান করার সুবিধা পাবেন।
৬ ব্যাঙ্ক পরীক্ষায় প্রধানত এই পাঁচটি বিষয় থেকে প্রশ্ন আসে। Reasoning Ability, Quantitative Aptitude, Computer Knowledge, English Language and General/ Banking/ Financial Awareness. এই অংশগুলির কোনওটি ছেড়ে দেবেন না।
৭ প্রস্তুতির জন্য অবশ্যই নিউজ পেপার পড়ুন। মনে রাখবেন, একবারে কেবল একটি বিষয়ে ফোকাস করুন। পর্যায়ক্রমে সিলেবাস পর্যায়টি কভার করুন ও যখন একটি অংশ নিশ্চিত হয়ে যায় তখন পরবর্তী অংশে চলে যান।
৮ এছাড়াও আগের বছরের কাটঅফ পরীক্ষা করে সেই অনুযায়ী প্রস্তুতি নিন। আপনি ন্যূনতম যোগ্যতার নম্বর স্কোর করতে সক্ষম কিনা তা পরীক্ষা করুন। যে অংশগুলো ভালোভাবে কাজ করে না সেগুলো আলাদাভাবে প্রস্তুত করুন।
৯ মক টেস্টগুলি সমাধান করে আপনার শক্তি ও দুর্বলতা জানুন, সেই অনুযায়ী এগিয়ে যান।
Agniveer Recruitment: ভারতীয় বায়ুসেনায় (IAF) প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ২০২৩ সালের জন্য হবে এই নিয়োগ। এই পদে আবেদন করতে চাইলে প্রার্থীদের বিস্তারিত বিজ্ঞাপন দেখতে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের জন্য IAF অগ্নিবীর বায়ু-র অফিশিয়াল ওয়েবসাইটের ঠিকানা হল -agnipathvayu.cdac.in
IAF Recruitment: এই তারিখ থেকে রেজিস্ট্রেশন শুরু
IAF অগ্নিবীর বায়ুসেনায় নিয়োগের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৭ নভেম্বর ২০২২ বিকেল ৫ টায় শুরু হবে। এই রেজিস্ট্রেশন চলবে ২৩ নভেম্বর, ২০২২ পর্যন্ত। শেষ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে।
Agniveer Recruitment: কী লেখা আছে নোটিশে
ভারতীয় বায়ুসেনার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় বায়ুসেনায় অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীদের নেওয়া হবে। অগ্নিবীর হিসাবে IAF -এ যোগদানের জন্য ১৮ জানুয়ারি ২০২৩ থেকে নির্বাচন পরীক্ষা বসতে অনলাইনে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
Education Loan Information:
Calculate Education Loan EMI