Twitter Down: বিশ্বজুড়ে বিভিন্ন প্রান্তে ডাউন হয়েছে ট্যুইটার (Twitter)। সোশাল মিডিয়ায় (Social Media) ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা। অনেকেই অভিযোগ করেছেন তাঁরা ঠিকভাবে ট্যুইট দেখতে পাচ্ছেন না। জনপ্রিয় মাইক্রোব্লগিং সংস্থায় কর্মী ছাঁটাইয়ের জন্য অনেকদিন ধরেই টালমাটাল অবস্থা চলছে। তার মধ্যে এভাবে ট্যুইটার ডাউন হয়ে যাওয়ায় এই মাধ্যমের পরিষেবা নিয়ে উঠছে প্রশ্ন। বিশ্বের বিভিন্ন প্রান্তের ট্যুইটার ইউজাররা জানিয়েছেন, তাঁরা তাঁদের ট্যুইটার ফিড অ্যাকসেস করতে যাওয়ার সময় “Welcome to Twitter! This is the best place to see what’s happening in your world. Find some people and topics to follow now”- এই বার্তা পেয়েছেন। 


বিভিন্ন সোশাল মিডিয়া মাধ্যমের পরিষেবা বিশ্বজুড়ে ব্যাহত হলে DownDetector নামে একটি ওয়েবসাইট এই গোটা বিষয়টি ট্র্যাক করে। তারা জানিয়েছেন ভারত থেকে ৬১৯টি অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যেই এই প্রসঙ্গে শুরু হয়েছে মিম। সোশাল মিডিয়ার অন্যান্য মাধ্যমে ছড়িয়ে পড়েছে এইসব মিম। ট্যুইটেও বেশ কিছু মিম দেখা যাচ্ছে।


Meta Verified: ট্যুইটারের পর এবার ভেরিফায়েড সাবস্ক্রিপশন (Meta Verified Subscription) আসছে মেটা সংস্থাতেও। সম্প্রতি মেটা (Meta) কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা 'মেটা ভেরিফায়েড'-এর রোল আউট শুরু করতে চলেছে। ক্রিয়েটরদের জন্য ইনস্টাগ্রামে এই সাবস্ক্রিপশন সার্ভিস চালু হতে চলেছে। এই 'মেটা ভেরিফায়েড'-এর মাধ্যমে সরকারি আইডি-র মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করা হবে। ক্রিয়েটররা তাদের অ্যাকাউন্টে একটি ব্লু ব্যাজ পাবেন। এর পাশাপাশি অ্যাকাউন্টে অতিরিক্ত সুরক্ষা এবং কাস্টোমার সাপোর্টে সরাসরি অ্যাকসেস পাবেন। মেটা সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ সম্প্রতি মেটা ব্রডকাস্ট চ্যানেলের একটি পোস্টে মেটা প্রোডাক্টের এই নতুন জিনিস সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। 


মেটা ভেরিফায়েডের খরচ



  • ওয়েব ভার্সানে একমাসে এই সাবস্ক্রিপশনের খরচ ১১.৯৯ ডলার।

  • আইওএস ভার্সানে মাসিক খরচ ১৪.৯৯ ডলার।


প্রাথমিক ভাবে চলতি সপ্তাহে এই সার্ভিসের রোল আউট শুরু হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। খুব তাড়াতাড়ি মেটা ভেরিফায়েডের রোল আউট ছড়িয়ে পড়বে অন্যান্য দেশেও। তবে অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন চালু হবে কিনা তা এখনও জানা যায়নি। বিশেষজ্ঞদের একাংশের অনুমান, অ্যান্ড্রয়েড ইউজারদের হয়তো এই সাবস্ক্রিপশন পরিষেবা পাওয়ার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে। সহজ ভাষায় বলতে গেলে, একজন কনটেন্ট ক্রিয়েটর ইনস্টাগ্রামে ব্লু ব্যাজ কিনতে পারবেন এবং মাসিক প্রিমিয়ামের বিনিময়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। এই পেড সাবস্ক্রিপশন সার্ভিস অনেকটা ট্যুইটার ব্লু-এর মতো। এই নতুন মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের মাধ্যমে মেটা সংস্থায় একটি নতুন রেভিনিউ স্ট্রিম অর্থাৎ আয়ের উৎস তৈরি হয়েছে। 


আরও পড়ুন- বদলাবে ফোনের রঙ, অর্ধেক চার্জ হবে মাত্র ১৯ মিনিটে, ভারতে হাজির ভিভোর নয়া মডেল