Twitter: অক্টোবর মাসের শেষদিকে ট্যুইটারের (Twitter) দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক (Elon Musk)। আর তারপর থেকে একাধিক পরিবর্তন দেখা গিয়েছে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে। শোনা যাচ্ছে ট্যুইট করার ক্ষেত্রে এবার ক্যারেক্টার (Twitter Character) সংখ্যা বাড়াতে চলেছেন ইলন মাস্ক। বর্তমানে ২৮০ ক্যারেক্টার ব্যবহার করে ট্যুইট করতে পারেন ইলন মাস্ক। তবে তা বাড়িয়ে ৪২০ করা হবে বলে শোনা যাচ্ছে। এর পাশাপাশি ইলন মাস্ক এও জানিয়েছেন যে ট্যুইটারে যেসব অ্যাকাউন্ট আগেই নিষিদ্ধ করা হয়েছিল সেগুলোর ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। ট্যুইটারের নতুন ভার্সান অর্থাৎ ট্যুইটার ২.০- এর ক্ষেত্রে ক্যারেক্টার সংখ্যা ২৮০ থেকে বেড়ে ৪২০ হতে পারে খুব তাড়াতাড়ি, হয়তো এক সপ্তাহের মধ্যেই। যদিও নিশ্চিত ভাবে এখনও কিছু জানা যায়নি। প্রথমদিকে ট্যুইট করার ক্ষেত্রে ১৪০টি ক্যারেক্টার ব্যবহার করা হয়। ২০১৮ সালে এই ক্যারেক্টার সংখ্যা বাড়িয়ে ২৮০ করা হয়েছিল।
Tweet Character: ট্যুইট করার ক্ষেত্রে বাড়তে পারে ক্যারেক্টার সংখ্যা, আভাস দিলেন ইলন মাস্ক
ABP Ananda
Updated at:
28 Nov 2022 02:42 PM (IST)
Edited By: Sohini Chakrabarty
Twitter Features: প্রথমদিকে ট্যুইট করার ক্ষেত্রে ১৪০টি ক্যারেক্টার ব্যবহার করা হয়। ২০১৮ সালে এই ক্যারেক্টার সংখ্যা বাড়িয়ে ২৮০ করা হয়েছিল। শোনা যাচ্ছে, এবার এই সংখ্যা বেড়ে ৪২০ হতে পারে।
প্রতীকী ছবি, ছবি সূত্র- নিজস্ব চিত্র
NEXT
PREV
এর আগেও ট্যুইটারের একাধিক নিয়ম কানুনে পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। স্পষ্ট ভাবে তিনি এও জানিয়েছেন যে, এই মাইক্রোব্লগিং মাধ্যমের নতুন নিয়ম নীতি না মানলে ইউজারকে ট্যুইটার থেকে নিষিদ্ধ করা হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, এই ট্যুইটারিয়ান প্রস্তাব দিয়েছেন যে ট্যুইট করার ক্ষেত্রে ক্যারেক্টার সংখ্যা ২৮০ থেকে বাড়িয়ে ৪২০ করা হোক। সেই ট্যুইটের জবাবে ইলন মাস্ক বলেছেন ভাল আইডিয়া। এর থেকেই অনুমান করা হয়েছে যে ট্যুইট করার ক্যারেক্টার সংখ্যা হয়তো এবার বাড়তে চলেছে। সেই সঙ্গে অনেকেই মনে করছেন যে নতুন ফিচার চালু করার আগে হয়তো ট্যুইটারে একটি পোল করতে পারেন ইলন মাস্ক। অর্থাৎ ইউজারদের কাছেই জানতে চাওয়া হবে যে ক্যারেক্টার বাড়ানো উচিত কিনা, আর বাড়ালেও কত সংখ্যা করা উচিত। তারপর ভোটের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। ট্যুইটারে এভাবে ভোটের মাধ্যমেই 'এডিট' অপশনও চালু হয়েছিল।
ট্যুইটার ব্লু টিক
ট্যুইটারে চালু হবে ব্লু টিক সাবস্ক্রিপশন। টাকার বিনিময়ে (মাসে ৮ ডলার) ব্লু টিক মার্ক কিনতে পারবেন ইউজাররা। ২ ডিসেম্বর চালু হব ট্যুইটারের প্রিমিয়াম ব্লু টিক সাবস্ক্রিপশন ফিচার। ইলন মাস্ক জানিয়েছেন যে ট্যুইটার ব্লু আসতে চলেছে গোল্ড, গ্রে এবং ব্লু চেক মার্ক সমেত। গোল্ড চেক মার্ক দেওয়া হবে বিভিন্ন কোম্পানির জন্য। গ্রে চেক মার্ক থাকবে সরকারি অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর ব্লু চেক মার্ক থাকবে সাধারণ ইউজারদের জন্য। সেই দলে তারকাও থাকতে পারেন। এইসব চেক মার্ক অ্যাক্টিভেট হওয়ার আগে সমস্ত ভেরিফায়েড অ্যাকাউন্টকে ম্যানুয়ালি অথেনটিকেটেড করা হবে।
প্রযুক্তি (technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
28 Nov 2022 02:39 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -