Twitter Gold Tick Charge: ব্লু-এর পরে এবার গোল্ড টিক পরিষেবা শুরু করতে চলেছে ট্যুইটার।  শীঘ্রই iOS সংস্করণের জন্য চালু করা হবে এই পরিষেবা। তবে কেবল কিছু নির্দিষ্ট শ্রেণির জন্য দেওয়া হচ্ছে এই পরিষেবা।  বর্তমানে ট্যুইটার কিছু ব্যবসায়ীদের অফিশিয়াল অ্যাকাউন্টে এই গোল্ড চেক মার্ক দিয়েছে। 


Elon Musk: এলন মাস্কের ঘোষণা
এই নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন এলন মাস্ক। ট্যুইটারের নতুন সিইও জানিয়েছেন,আগামী কয়েক মাসের মধ্যে তিনি টুইটার ব্লু-এর বর্তমান পলিসি পরিবর্তন করবেন। মাস্কের মতে,আগে এই চেক মার্ক যে পদ্ধতি মেনে দেওয়া হয়েছিল তা সঠিক নয়। এই মুহূর্তে এর ওয়েব সংস্করণ কেবল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ব্রিটেনের জন্য শুরু হয়েছে। আগামী দিনে,ট্যুইটার এই ধরনের আরও পরিকল্পনার বাস্তবায়ান করবেন বলে জানিয়েছেন মাস্ক।


Twitter Gold Tick Charge: 'গোল্ড টিক' কারা পাবেন  ?
আপাতত কিছু মিডিয়া ও ব্যবসায়িক অ্যাকাউন্টে 'গোল্ড টিক' চিহ্নের সুবিধা দিচ্ছে ট্যুইটার। সম্প্রতি টুইটার ব্লু-এর 'রি-লঞ্চিং'করেছে মাইক্রো ব্লগিং প্লাটফর্ম। গত বছর চালু হওয়া ব্লু টিক সাবস্ক্রিপশন পরিষেবার মাধ্যমে যেকেউ টাকা দিয়ে ব্লু চেক মার্ক পেতে পারত। ফলে অনেক নামীদামি ব্র্যান্ডের ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে ভুল তথ্য ছড়ানো হচ্ছিল। যার জেরে টুইটারকে কিছু সময়ের জন্য পরিষেবা স্থগিত করতে হয়। 


Elon Musk: এই কারণে আইওএস চার্জ বেশি হবে
টুইটারের নতুন সাবস্ক্রিপশন পলিসির মাধ্যমে ওয়েব ব্যবহারকারীদের চার্জ করা হবে ৮ ডলার। আর iOS ব্যবহারকারীদের চার্জ করা হবে ১১ ডলার। কারণ অ্যাপলকে এর ৩০ শতাংশ ফি দেবে টুইটার।  অ্যাপল যাতে তার ব্যবহারকারীদের টুইটার পরিষেবা ব্যবহার করতে দেয়, সেই কারণেই এই কাজ করছে কোম্পানি। সম্প্রতি এই বিষয়ে নিজেই জানিয়েছে ট্যুইটার। এলন মাস্ক জানিয়েছেন, আইওএস থেকে যদি টুইটারের পরিষেবা সরিয়ে দেওয়া হয়, তবে নিজস্ব ফোন ও অপারেটিং সিস্টেম চালু করবেন তিনি। তবে অ্যাপলের সিইও টিম কুকের সঙ্গে দেখা করার পরে এই বিষয়টি নিয়ে আর এগোননি মাস্ক। 


আরও পড়ুন : Smartphone Feature: স্মার্টফোনের এই ছিদ্র করে কামাল, না থাকলে অনেক সমস্যা