Twitter New Feature: ট্যুইটার নতুন ফিচারের (Twitter Feature) রোল আউট শুরু করেছে। ট্যুইটারের এই নতুন ফিচারের নাম 'ভিউ কাউন্ট' (View Count)। এর মাধ্যমে ভিডিওর মতো ট্যুইটের ক্ষেত্রেও কত ভিউ হয়েছে তা বুঝতে পারবেন ইউজাররা। আপাতত কিছু ইউজার এই ফিচার দেখতে পেয়েছেন। তবে সকলের জন্য এখনও ট্যুইটারের এই নতুন ফিচার চালু হয়নি। অনুমান, খুব তাড়াতাড়ি এই ফিচার ট্যুইটারের সমস্ত ইউজারদের জন্য চালু হয়ে যাবে। একজন ইউজার ট্যুইট করলে, কতজন তা দেখলেন সেটা বোঝা যাবে এই নতুন ফিচারের সাহায্যে। গত ৯ ডিসেম্বর ট্যুইট করে ইলন মাস্ক জানিয়েছিলেন যে মাইক্রোব্লগিং মাধ্যমে নতুন ফিচার আসতে চলেছে। এই ফিচারের কথাই উল্লেখ করেছিলেন তিনি। সাধারণত লাইক এবং কমেন্টের মাধ্যমে ট্যুইটের আসল স্টেটাস বোঝা যায় না। ট্যুইটের আসল স্টেটাস বুঝতে গেলে এবার কাজে লাগবে এই 'ভিউ কাউন্ট' ফিচার। এর পাশাপাশি এখন ট্যুইটারে সার্চ করে ক্রিপ্টোকারেন্সির দাম এবং তালিকাভুক্ত কোম্পানির স্টক সম্পর্কেও জানতে পারবেন ইউজাররা। 


অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। হয়েছেন জনপ্রিয় মাইক্রোব্লগিং মাধ্যমের নতুন সিইও। তারপর থেকেই একাধিক পরিবর্তন হয়েছে ট্যুইটারে। প্রথমে কর্মী ছাঁটাই দিয়ে শুরু হয়েছিল। ব্যাপক হারে কর্মী ছাঁটাই হয়েছে ট্যুইটারে। বাদ যাননি উদ্দপদস্থ কর্তারাও। এরপর ট্যুইটারের একাধিক নিয়ম কানুনেও এসেছে পরিবর্তন। নতুন করে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন চালু হয়েছে। এর ফলে যেকোনও ইউজার টাকার বিনিময়ে ভেরিফিকেশন টিক মার্ক কিনতে পারবেন। এছাড়াও শোনা গিয়েছে ট্যুইট করার ক্যারেক্টার সংখ্যা বাড়তে চলেছে। 


 






ট্যুইটারের ব্লু (Twitter Blue) সাবস্ক্রিপশন চালু হয়ে গিয়েছে। ট্যুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্লু চেক মার্ক (Twitter Blue Checkmark) পাওয়ার জন্য ফোন নম্বর এবং তার ভেরিফিকেশন প্রয়োজন হবে। অর্থাৎ ফোন নম্বরের মাধ্যমেই ইউজারের ভেরিফিকেশন হবে। মূলত ট্যুইটার আকাউন্ট সংক্রান্ত প্রতারণা বন্ধ করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ট্যুইটারের তরফে জানানো হয়েছে ব্লু সাবস্ক্রাইবাররা ভেরিফায়েড ফোন নম্বর থাকলে একটি ব্লু চেকমার্ক পাবেন। তবে ট্যুইটার অ্যাকাউন্টে এই ব্লু টিক পাওয়া যাবে কর্তৃপক্ষের অনুমোদনের পরে। ইউজারদের ব্লু টিক দেওয়ার আগে তাঁদের অ্যাকাউন্টের রিভিউ করা হবে। বলা ভাল ইউজাররা ট্যুইটার অ্যাকাউন্টে ব্লু সাবস্ক্রিপশন অ্যাপ্লাই করার আগেই এই রিভিউ হবে। 


বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও চালু হয়েছে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন। আপাতত আইফোন ইউজাররা এই সুবিধা পাবেন। জানা গিয়েছে, ভারতের আইফোন ইউজারদের ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন ব্যবহার করার জন্য মাসে ৯৯৯ টাকা দিতে হবে। অ্যান্ড্রয়েড ইউজারদের ক্ষেত্রে এই খরচের পরিমাণ কত হতে চলেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিক ভাবে ওয়েব এবং আইওএস- এর ক্ষেত্রে এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা করবে ট্যুইটার কর্তৃপক্ষ। হয়তো সেই কারণেই এখনও অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ প্রকাশ্যে আসেনি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে। এর আগে শোনা গিয়েছিল, ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের জন্য ভারতীয় ইউজারদের ৭১৯ টাকা দিতে হবে। তবে এই ফিচার নতুন করে লঞ্চের পর শোনা গিয়েছে যে খরচ বেড়ে গিয়েছে। অ্যাপেল অ্যাপ স্টোরে ট্যুইটার অ্যাপ রাখতে হলে অ্যাপ কর্তৃপক্ষকে ৩০ শতাংশ 'ফি' দিতে হবে বলে আগেই শোনা গিয়েছিল। অনুমান, সেই সূত্রেই ভারতে আইওএস ইউজারদের ক্ষেত্রে ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের খরচ বাড়ানো হয়েছে। 


আরও পড়ুন- চড়া দামে ভারতে আসছে ওয়ানপ্লাসের দুটো ফোন, কী কী লঞ্চ হবে? দাম কত হতে পারে