OnePlus 11 5G: আগামী বছর ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১১ ৫জি (OnePlus 11 5G) ফোন। ৭ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হবে বলে জানা গিয়েছে। ওয়ানপ্লাস নতুন বছরে প্রথম এই ফ্ল্যাগশিপ ফোনই লঞ্চ করতে চলেছে। অত্যাধুনিক ফিচারের পাশপাশি চড়া দামও হবে এই ফোনের। শোনা যাচ্ছে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের দাম হতে পারে ৫৫ থেকে ৬৫ হাজার টাকার মধ্যে। যদিও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তবে এই ফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। 


একনজরে ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের খুঁটিনাটি তথ্য



  • ওয়ানপ্লাসের শেয়ার করা টিজারে দেখা গিয়েছে এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকবে। ব্যাক ক্যামেরায় থাকবে সার্কুলার বা গোলাকার মডেল।

  • মূলত কালো রঙে এই ফোন লঞ্চ হবে। ফোনের পিছনে থাকতে পারে গ্লাস ব্যাক এবং গ্লসি ফিনিশ। এবার শোনা গিয়েছে, অন্য রঙের শেডে এবং ম্যাট ফিনিশেও এই ফোন লঞ্চ হতে পারে।

  • এই ফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে। চার বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ থাকবে ওয়ানপ্লাসের আসন্ন এই ফোনে।

  • এই ফ্ল্যাগশিপ ফোনে একটি ৬.৭ ইঞ্চির AMOLED Panel থাকতে পারে। QHD+ রেজোলিউশন থাকবে এই ডিসপ্লের মধ্যে। রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

  • হাই রেজোলিউশনের টেলিফটো ক্যামেরা থাকবে এই ফোনে। এছাড়াও ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরও থাকতে পারে। 

  • এছাড়াও থাকবে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর, ৩২ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর, ২এক্স জুম- থাকবে ওই ফোনে। 

  • ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনে ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোরট থাকতে পারে। এই ফোনের সঙ্গে চার্জার দেওয়া হবে কোম্পানির তরফে। 

  • এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনাও রয়েছে। ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও থাকবে ডিসপ্লের উপর। 


ওয়ানপ্লাস ১১আর


এই ফোনের দাম ৫০ হাজার টাকার আশপাশে থাকবে। ওয়ানপ্লাস ১১আর ফোনে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকার সম্ভবনা রয়েছে এই ফোনে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াটের SuperVOOC চার্জিং ফিচারের সাপোর্ট ও ১৬ জিবি র‍্যাম। এর সঙ্গে এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকবে। 



Redmi Note 12 Series 


নতুন বছরের শুরুতেই ভারতে আসছে রেডমি নোট ১২ সিরিজ (Redmi Note 12 Series)। জানা গিয়েছে, এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হবে রেডমি নোট ১২ ৫জি (Redmi Note 12 5G) মডেল। আগামী ৫ জানুয়ারি এই ফোন ভারতে লঞ্চ হবে জানিয়েছে শাওমি (Xiaomi) কর্তৃপক্ষ। জানুয়ারি মাসে রেডমি নোট ১২ সিরিজের তিনটি ফোন ভারতে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো এবং রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে 'প্রো প্লাস' ফোনে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর থাকতে পারে। এছাড়াও জানা গিয়েছে, রেডমি নোট ১২ সিরিজের তিনটে ফোনেই থাকবে ৫জি সাপোর্ট। 


আরও পড়ুন- ক্রিসমাসের আগে ফের কর্মী ছাঁটাই ট্যুইটারে! এবার কোপ পলিসি টিমে