Twitter Notes: অল্প কথায় ট্যুইটারে ভাবপ্রকাশ করতে গিয়ে বিরক্ত হচ্ছেন ? ব্যবহারকারীদের এই সমস্যার সমাধানে নতুন পথে হাঁটছে মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটার। এবার থেকে একটি পোস্টে ২৮০টি ক্যারেক্টারের বেশি লিখতে পারবে ইউজার। এখানেই শেষ নয়, ফেসবুকের মতো বড় পোস্ট লেখা যাবে ট্যুইটারে।

  


Twitter New Feature: নতুন কী ফিচার ট্যুইটারে ?
ট্যুইটারের জন্মলগ্ন থেকেই এই সমস্যার মুখোমুখি হতে হয়েছে ব্যবহারকারীদের। প্রথম থেকে অল্প শব্দে মনের ভাব প্রকাশের অনুমতি দিত এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম। সেই ক্ষেত্রে প্রতিযোগিতার দৌড়ে অনেকটাই এগিয়ে যেত ফেসবুকের মতো প্লাটফর্মগুলি। ব্যবহারকারীদের মনের ভাব উপলব্ধি করে এবার তাই নতুন ফিচার আনছে কোম্পানি। যেখানে ২৫০০ শব্দ পর্যন্ত একটি পোস্টে লিখতে পারবেন। সঙ্গে দেওয়া যাবে একাধিক ছবি, ভিডিয়ো ও জিআইএফ। 


Twitter Notes: কীভাবে কাজ করবে এই নতুন ফিচার ?
মাইক্রো ব্লগিং সাইটের এই নতুন ফিচারকে বলা হচ্ছে Twitter Notes। এই নতুন ফিচার অনুসারে ২৫০০ শব্দ লিখলেই পুরোটা দেখা যাবে না পোস্টে। পরিবর্তে নোটসের একটি প্রিভিউ ট্যুইট হিসাবে দেখা যাবে ট্যুইটারের টাইমলাইনে। সেখানে কেউ ক্লিক করলেই দেখতে পাবেন পুরো বিষয়বস্তু।যা সহজেই লিঙ্ক শেয়ার করে পাঠানো যাবে অন্যদের। 


Twitter New Feature: ভারতে দেওয়া হয়েছে এই নতুন ফিচার ?
বর্তমানে পরীক্ষামূলকভাবে কিছু লেখকের গ্রুপে এই নতুন ফিচারের সুবিধা দিয়েছে ট্যুইটার। এখন কেবল আমেরিকা, ব্রিটেন, কানাডা, ঘানার মতো জায়গায় পাওয়া যাচ্ছে এই ফিচার। তবে কোম্পানি জানিয়েছে, ওই লেখকদের থেকে ফিচারের ত্রুটি বিচ্যুতি জানার পরই তা বিশ্বের বিভিন্ন দেশে শুরু করা হবে।


Twitter Old Pattern: কোথায় সমস্যা ট্যুইটারে ?
আগে কেবল ১৪০ ক্যারেক্টারের মধ্যেই লিখতে হোতো ট্যুইটার পোস্ট। মোবাইল ফোনে এটাই ছিল ট্যুইটার এসএমএস-এর অফিশিয়াল সীমাবদ্ধতা। পরবর্তীকালে ২০১৭ সালে অবশ্য সেই পোস্টের সীমা ১৮০টি ক্যারক্টার পর্যন্ত বাড়ানো হয়। এবার নোট কার্ডের মাধ্যমে এই ক্যারেক্টারের সীমা আরও বাড়ানোর পথে হাঁটল এই মাইক্রো ব্লগিং সাইট। 


আরও পড়ুন : Spam Calls : বিরক্ত করছে স্প্যাম কল ? এই উপায়ে সনাক্ত করে বন্ধ করুন