Elon Musk joins Twitter board: মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ঘটে গেল পরিবর্তন। ট্যুইটারে বিপুল শেয়ার কেনার ফল পেলেন টেসলার প্রধান এলন মাস্ক (Elon Musk)। এবার টেসলার পাশপাশি ট্যুইটারের (Twitter) বোর্ড অফ ডিরেক্টরসে জায়গা পেলেন এই ধনকুবের।



Elon Musk joins Twitter board: কী বললেন ট্যুইটারের সিইও ?

মাঝে মাত্র একদিনের ব্যবধান। মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারের (Twitter) বৃহত্তম অংশীদারিত্ব কিনতেই কোম্পানির বোর্ডে স্থান পেলেন এলন মাস্ক (Elon Musk)। এবার থেকে ট্যুইটারের বোর্ড অফ ডিরেক্টরসের অন্যতম চেয়ার সামলাবেন তিনি। মাস্কের এই প্রস্তাব দিয়ে ট্যুইট করেছেন কোম্পানির চিফ এক্জিকিউটিভ অফিসার পরাগ অগরওয়াল। ট্যুইট করে তিনি বলেছেন, '' আমি এই খবরটা সবাইকে জানাতে পরে বেশ উত্তেজিত বোধ করছি যে, এলন মাস্ককে আমরা বোর্ডে নিয়োগ করছি। সাম্প্রতিক সপ্তাহে মাস্কের সঙ্গে কথার পর মনে হয়েছে, উনি আমাদের বোর্ডে খুবই মূল্যবান ব্যক্তিত্ব হবেন।" 

 

Elon Musk joins Twitter board: কত শতাংশের মালিক মাস্ক ?

একদিন আগেই ট্যুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিন নেন এই ধনকুবের। হিসেব বলছে, এলনই এখন ট্যুইটারের বৃহত্তম শেয়ার হোল্ডার। সব মিলিয়ে ট্যুইটারে ৩ বিলিয়ন ডলারের শেয়ার কিনেছেন এলন। সেই কারণেই মাস্ককে ট্যুইটার বোর্ড অফ ডিরেক্টরসের পদ প্রস্তাব করে কোম্পানি। সোমবার মাস্কের এই বিপুল অঙ্কের শেয়ার কেনার পরই ট্যুইটারের শেয়ারে বিপুল গতি দেখা যায়। ২৭ শতাংশ ওপরে উঠে যায় ট্যুইটারের স্টক।

 


Elon Musk on Tesla India Plans: ভারতে কী পরিকল্পনা এলনের ?

সম্প্রতি টেসলার ভারতে আসার বিষয়ে মুখ খুলেছেন এলন মাস্ক।তিনি জানান, এখনও টেসলার ভারতে আসার বিষয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এরপরই অবশ্য এলনের এই বক্তব্যের জবাব দেন কেন্দ্রীয় মন্ত্রী।সম্প্রতি সংবাদমাধ্যমে টেসলার ভারতে আসার বিষয়ে খোলাখুলি মন্তব্য করেন নীতীন গড়কড়ি। সেখানে তিনি বলেন, ''চিনে টেসলা তৈরি করে ভারতে বিক্রি করার যে ধারণা কোম্পানি করছে, তা আমাদের হজম হচ্ছে না। এরপরও এলন মাস্ক দেশে তাঁর বৈদ্যুতিক গাড়ি বিক্রির জন্য কর কমানোর কথা বলছেন।"

Gadkari on Tesla: একটি মিডিয়া সাক্ষাৎকারে গড়করি জানান, তিন-চার দিন আগে টেসলার ভারতীয় শাখার প্রধানের সঙ্গে দেখা করেছিলেন তিনি। মন্ত্রী বলেন, ''আমি ওনাকে বোঝানোর চেষ্টা করেছি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার (দেশে তৈরি করা)বিষয়টা ওনার ওপর নির্ভর করে।" ভারতের রাস্তায় টেসলার ইলেকট্রিক কার চলার জন্য 'মাস্কের কোর্টে বল ছাড়েন' কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও বলেন, "এখন তার (মাস্কের) আগ্রহ চিনে টেসলা গাড়ি তৈরি করা ও তা ভারতে বিক্রি করা। আপনি যদি এখানে শুরু করেন, আপনাকে স্বাগত জানাই, এই বিষয়ে কোনও সমস্যা নেই। তবে চিনে উৎপাদন করে ভারতে বিক্রি করতে চাইলে তা আমাদের সকলের কাছে হজমযোগ্য হবে না।"