Upcoming Smartphones: এপ্রিলে ভারতে লঞ্চ হতে পারে আরও ৬টি স্মার্টফোন। এর মধ্যে রয়েছে Xiaomi, OnePlus সহ অনেক কোম্পানির স্মার্টফোন। বাজেট স্মার্টফোন ও প্রিমিয়াম স্মার্টফোনের সম্ভার পাওয়া যাবে চলতি মাসেই।


Xiaomi 12 Pro: এই স্মার্টফোনটি 27 এপ্রিল লঞ্চ হতে চলেছে। এটি হবে কোম্পানির প্রিমিয়াম স্মার্টফোন। Qualcomm Snapdragon 8 Gen 1 চিপসেট পাওয়া যাচ্ছে এই ফোনে। এর দাম 65,000 টাকার কাছাকাছি হতে পারে।


Oneplus nord CE2 Lite: OnePlus Nord CE 2 Lite-এ একই ক্যামেরা সেটআপ পাওয়া যাবে যা OnePlus Nord CE 2 এ দেওয়া হয়েছে। এছাড়াও, এটি একটি 5G সাপোর্টের স্মার্টফোন হবে। ফোনে পাওয়ার দেওয়ার জন্য এতে 5000mAh ব্যাটারি পাওয়া যাবে। পাশাপাশি এর ব্যাটারি 33 ওয়াট সুপার ভুক ফাস্ট চার্জার সমর্থন সহ আসবে। কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি। তবে শোনা যাচ্ছে, এর দাম প্রায় 20000 টাকা হতে পারে।


Realme Narzo 50A Prime: এই স্মার্টফোনটি 30 এপ্রিল লঞ্চ হতে পারে। এতে 5000mAh ব্যাটারির সঙ্গে 18W দ্রুত চার্জিং সাপোর্ট রয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সহ এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।


Redmi 10A: কোম্পানির পক্ষ থেকে এর লঞ্চের বিষয়ে নিশ্চিত করা হয়নি। তবে এটি 20 এপ্রিল লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। এটি একটি বাজেট স্মার্টফোন, যার দাম 10000 টাকার কম হতে পারে। এই ফোনে 6.53 ইঞ্চি ফুল HD ডিসপ্লে থাকতে পারে।


Oneplus 9R: প্রিমিয়াম স্মার্টফোন Oneplus 10R 5G সম্পর্কে কথা বলা যাক। এর মধ্যে কোম্পানি নিয়ে এসেছে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী চার্জার। এই ফোন একটি 150 ওয়াটের চার্জার পেতে যাচ্ছে। পাশাপাশি MediaTek Dimension 8100-Max প্রসেসর পাওয়া যাবে এতে। তবে এই বিষয়ে কোনও অফিশিয়াল তথ্য শেয়ার করেনি কোম্পানি।


iQOO Z6 Pro: এই স্মার্টফোনটি 27 এপ্রিল লঞ্চ হতে পারে। এর দাম 20000 টাকার কম হবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে Qualcomm Snapdragon 778 5G প্রসেসর পাওয়া যাবে। ফোন চার্জ করার জন্য এতে 66 ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট দেওয়া হয়েছে।


আরও পড়ুন : Mobile Battery : সাবধান! এই ৫ কারণে আগুন লাগে মোবাইলের ব্যাটারিতে