Smartphones: প্রতি বছরই একদম শেষভাগে কিংবা নতুন বছরের শুরুতে বিভিন্ন স্মার্টফোন নির্মাণকারী সংস্থা একগুচ্ছ ফোন লঞ্চ করে। চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের শেষ দুই মাস অর্থাৎ নভেম্বর ও ডিসেম্বর এবং আগামী বছরের শুরু অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসেও বেশ কয়েকটি নতুন ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। কোন কোন ফোন লঞ্চ হতে পারে তার একটা আভাসও পাওয়া গিয়েছে। দেখে নিন তালিকা।
শাওমি ১৫
শাওনি ১৫ ফোনটি ভারতে লঞ্চ হওয়ার কথা ইতিমধ্যেই শোনা গিয়েছে বিভিন্ন সূত্রে। এই ফোন নভেম্বর মাসেই লঞ্চ হতে পারে ভারতে। তবে শাওমি কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। এমনকি নির্দিষ্ট কোনও দিনক্ষণও জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য হল, শাওমি ১৫ সিরিজের দুটো ফোন শাওমি ১৫ এবং শাওমি ১৫ প্রো, অর্থাৎ বেস মডেল এবং প্রো ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হতে পারে। কিন্তু নিশ্চিত ভাবে এখনও কিছুই জানা যায়নি। চিনে শাওমি ১৫ এবং শাওমি ১৫ প্রো, এই দুই ফোনই লঞ্চ হয়েছে। কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ আলিট চিপসেট রয়েছে শাওমি ১৫ এবং শাওমি ১৫ প্রো - এই দুই ফোনে। শোনা যাচ্ছে, ভারতে শাওমি ১৫ ফোন লঞ্চ হতে পারে ৫২ হাজার টাকার আশপাশে (বেস ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম)। অন্যদিকে শাওমি ১৫ প্রো ফোনের দাম লঞ্চের সময় ভারতে হতে পারে ৬২ হাজার টাকার পাশপাশে (বেস ভ্যারিয়েন্টের সম্ভাব্য দাম)।
স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা
স্যামসাং গ্যালাক্সির একটি প্রিমিয়াম ফোন ভারতে লঞ্চ হতে পারে আগামী বছর। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা ফোন লঞ্চ হতে পারে। ২০২৫ সাল অর্থাৎ আগামী বছরের শুরুর দিকে জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে লঞ্চ হতে পারে এই ফোন। তবে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চের নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি এখনও। স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা ফোনে ৬.৮৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এর পাশাপাশি শোনা গিয়েছে, এই ফোন লঞ্চ হতে পারে সর্বোচ্চ ১৬ জিবি ইনবিল্ট র্যাম নিয়ে। এই ফোনে শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ক্যামেরা ফিচারও হতে চলেছে অত্যন্ত আধুনিক এবং উন্নত। ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে। এর সঙ্গে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সঙ্গে একটি পেরিস্কোপ লেন্স থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৫ আলট্রা ফোনে।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসা ছবি 'অথেনটিক' তো? আসছে সত্যতা যাচাইয়ের নয়া ফিচার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।