X New Feature: মাইক্রোব্লগিং মাধ্যম 'এক্স', (X) যার আগের নাম ছিল ট্যুইটার (Twitter), সেখানে আসতে চলেছে অডিও এবং ভিডিও কলের ফিচার। সম্প্রতি এলন মাস্কের (Elon Musk) 'এক্স' পোস্টে সেই আভাসই পাওয়া গিয়েছে। আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাক এবং পিসি- র জন্য কাজ শুরু হয়েছে। কোনও ফোন নম্বরেরও প্রয়োজন হবে না। 'এক্স' পোস্টে এই বার্তাই দিয়েছেন এলন মাস্ক। চলতি মাসের শুরুতে অর্থাৎ অগস্টের প্রথমেই একবার শোনা গিয়েছিল যে 'এক্স' মাধ্যমে অডিও এবং ভিডিও কলের ফিচার যুক্ত হবে। এবার সেই খবরেই সিলমোহল দিলেন 'এক্স' মাধ্যমের মালিক এলন মাস্ক। তিনি নিজের এই অ্যাপকে বলেন 'এভরিথিং অ্যাপ'। আর তাই ইউজারদের সুবিধায় নিত্যনতুন ফিচার চালু করা হচ্ছে এই মাধ্যমে। কারণ 'এক্স' মাধ্যমের প্রতিদ্বন্দ্বী অ্যাপ 'থ্রেডস' ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। আর তাই ইউজার ধরে রাখতে হলে তাদের নতুন পরিষেবা দেওয়া খুবই প্রয়োজন।
চলতি বছর মে মাসে প্রথম কলিং ফিচার নিয়ে কথা বলেছিলেন এলন মাস্ক। তিনি জানিয়েছিলেন এই মাইক্রোব্লগিং মাধ্যমের সাহায্যে বিশ্বের যেকোনও প্রান্তে কারও সঙ্গে কথা বলা যাবে, অথচ তাঁকে ফোন নম্বর জানানোর কোনও প্রয়োজন হবে না। 'এক্স' মাধ্যমে 'এভরিথিং অ্যাপ' বানানোর পুরো চেষ্টায় রয়েছেন এলন মাস্ক। এই মাধ্যমের সাহায্য ভিডিও দেখা, মনের ভাব প্রকাশ করা, ২৫ হাজার ক্যারেক্টারের দীর্ঘ পোস্ট লেখা, টাকা পাঠানো--- এইসব ফিচার যুক্ত করার পরিকল্পনা রয়েছে এলন মাস্কের। এই মাসের শুরুতে 'এক্স' মাধ্যমের কলিং ফিচার সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন 'এক্স' ডিজাইন আন্দ্রিয়া কনওয়ে। এছাড়াও 'এক্স' সিইও লিন্ডা ইয়াক্কারিনোও জানিয়েছেন যে 'এক্স' মাধ্যমে নতুন ফিচার হিসেবে ভিডিও কল যুক্ত হওয়ার কথা রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন