প্রকাশ সিনহা, কলকাতা : ডায়মন্ড হারবার পুরসভার পর এবার পুর নিয়োগ দুর্নীতি (Municipality Recruitment Scam) মামলায় রাজ্যের আরও ১২টি পুরসভাকে নোটিস পাঠাল ইডি। সূত্রের খবর, ২০১৪ সালের পর থেকে বিভিন্ন পুুরসভায় নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। চেয়ে পাঠানো হয়েছে সেই সমস্ত নিয়োগের তালিকা।
কোন কোন পদে, কীভাবে নিয়োগ হয়েছে, তার প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়ে এবার নিউ ব্যারাকপুর, পানিহাটি, কামারহাটি, দমদম উত্তর ও দক্ষিণ দমদম-সহ মোট ১২টি পুরসভাকে চিঠি পাঠিয়েছে ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, পুরসভাগুলি থেকে তথ্য সংগ্রহ করে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হওয়া নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে।
টাকা কোথায় গেল ? দুর্নীতির মাথায় কে ? ওপর থেকে তদন্ত শুরু করতে কে বাধা দিচ্ছে আপনাদের ? শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের সময় একটু হুড়োহুড়ি হল, তারপর আবার ঘুমিয়ে পড়লেন ? মঙ্গলবার প্রাথমিক পুর নিয়োগ দুর্নীতির মামলায় আদালতে (Calcutta High Court) তীব্র ভর্ৎসনার মুখে পড়েছিল সিবিআই। প্রাথমিকে দুর্নীতির তদন্তে গঠিত সিটের হাতে পুর-মামলার তদন্তভার তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই আবহে এবার পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে উঠেপড়ে লেগেছে আরেক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
ডায়মন্ড হারবারের পর এবার রাজ্যের আরও ১২টি পুরসভাকে নোটিস পাঠাল ইডি। পাশাপাশি পুরসভায় নিয়োগের দায়িত্বে থাকা অয়ন শীলের (Ayan Seal) সংস্থা ABS ইনফোজোন প্রাইভেট লিমিটেডকেও নোটিস পাঠানো হয়। ইডির তলবে বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অয়নের সংস্থার হিসাবরক্ষক। স্কুলে নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত প্রোমাটার অয়ন শীলের অফিসে হানা দিয়েই প্রথমবার পুরসভায় নিয়োগ দুর্নীতির তথ্য ফাঁস হয়। ইডি সূত্রে দাবি করা হয়, অয়নের অফিস থেকে অন্তত ৬০টি পুরসভার নিয়োগ সংক্রান্ত নথি ও চাকরিপ্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়।
গত সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রের ডায়মন্ড হারবার পুরসভাকেও (Diamond Harbour Municipality) নিয়োগ দুর্নীতি মামলায় নোটিস পাঠিয়েছে ইডি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন