Vijay Sales: বছর শেষে অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্টের (Apple Products) উপর প্রায় ১০ হাজার টাকা সেল দিচ্ছে বিজয় সেলস (Vijay Sales)। তালিকায় রয়েছে আইফোন ১৪, ম্যাকবুক এয়ার ১ এবং আরও অনেক কিছু। বিজয় সেলসের এই স্পেশ্যাল অ্যাপেল সেল শুরু হয়েছে ২৩ ডিসেম্বর থেকে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিজয় সেলসের ১২০-র বেশি রিটেল স্টোরের পাশাপাশি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকেই কম দামে উল্লিখিত প্রোডাক্টগুলো কিনতে পারবেন ইউজাররা।  এবার দেখে নেওয়া যাক বিজয় সেলসে অ্যাপেলের কী কী প্রোডাক্ট কম দামে পাওয়া যাচ্ছে।

  



আইফোন ১৪

 

ভারতে আইফোনের এই মডেলের আসল দাম ৭৯,৯০০ টাকা। তবে বিজয় সেলসে তা পাওয়া যাচ্ছে ৬১,৯০০ টাকায়। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ইন্সট্যান্ট ৫০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। সেখানেও সর্বনিম্ন ৫০০০ টাকা ছাড় পাওয়াই যাবে। এছাড়া আরও ৩০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। সব মিলিয়ে মোট ছাড় পাওয়া যাবে ১৮ হাজার টাকা। বিজয় সেলসের এই সেলে আইফোন ১৪ প্লাস কেনা যাবে ৭৮,৬৯৯ টাকায়। এর পাশাপাশি আইফোন ১৪ প্রো কেনা যাবে ১,২৬,১০০ টাকায়। আর আইফোন ১৪ প্রো ম্যাক্স কেনা যাবে ১,৩৫,৮০০ টাকায়। অফার রয়েছে আইফোন ১২- র দামেও। এই ফোন কেনা যাবে ৫২,৯০০ টাকায়। এছাড়াও আইফোন ১৩ কেনা যাবে ৬২,৯০০ টাকায়। 

 

আইপ্যাড

 

বিজয় সেলসের স্পেশ্যাল অ্যাপেল সেলে আইপ্যাডের বেস ভ্যারিয়েন্ট বা এন্ট্রি লেভেল মডেলে ৩০০০ টাকা এবং প্রো মডেলে ৪০০০ টাকা ছাড় রয়েছে। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড থাকলে তবেই এই সুবিধা পাওয়া যাবে। iPad 9th Gen কেনা যাবে ২৫,৭০০ টাকায়। অন্যদিকে iPad 10th Gen কেনা যাবে ৩৯,৪৯০ টাকায়। iPad Air 5th Gen কেনা যাবে ৫১,৭০০ টাকায়। এছাড়াও জানা গিয়েছে, আইপ্যাড প্রো কেনা যাবে ৭৩ হাজার টাকায়। 


ম্যাকবুক


বিজয় সেলসে ম্যাকবুকের দামে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় রয়েছে ক্রেতাদের জন্য। ম্যাকবুক এয়ার (এম১ চিপ সমেত)- এর দাম শুরু হচ্ছে ৭৭,৯০০ টাকা থেকে। ম্যাকবুক এয়ার এম২ চিপ সমেত মডেলের দাম শুরু হচ্ছে ১,০৪,৩০০ টাকা থেকে। ম্যানবুক প্রো (এম১ প্রো চিপ)- এ দাম ১,০৭,৫০০ টাকা। ম্যাকবুক প্রো (এম১ প্রো ম্যাক্স চিপ)- এর দাম শুরু হচ্ছে ২,৮০,৩০০ টাকা থেকে। 


অ্যাপেল ওয়াচ


বিজয় সেলস থেকে অ্যাপেল ওয়াচ কেনার জন্য যদি ইউজাররা এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড ব্যবহার করেন, তাহলে ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। অ্যাপেল ওয়াচ সিরিজ ৮- এর দাম শুরু হচ্ছে ৩৯,৯০০ টাকা। অ্যাপেল ওয়াচ এসই (সেকেন্ড জেনারেশন)- এর দাম শুরু হচ্ছে ২৬ হাজার টাকা থেকে। অ্যাপেল ওয়াচ আলট্রা মডেলের দাম শুরু হচ্ছে ৮২,৩০০ টাকা থেকে। এর পাশাপাশি এয়ারপডস প্রো (সেকেন্ড জেনারেশন)- এর দাম শুরু হচ্ছে ২৩,৪০০ টাকা থেকে।


আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই ভারতে আসছে রেডমি নোট ১২, এই ৫জি ফোনের দাম কত হতে পারে?