Vivo T1x Smartphone: মাঝারি বাজেটের স্মার্টফোনের বাজারে এবার ধামাকা করতে চলেছে ভিভো। শীঘ্রই ভারতে Vivo T1x স্মার্টফোন লঞ্চ করতে চলেছে এই চিনা কোম্পানি। দারুণ নকশার পাশাপাশি উন্নত ফিচার দেওয়া হয়েছে নতুন ফোনে।


Vivo T1x: ফোন নিয়ে কী বলছে টেক সাইটগুলি ? 
ইতিমধ্যেই দেশে Vivo T1x স্ট্যান্ডার্ড ব্যুরো অফ ইন্ডিয়া (BIS) এর ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। ফোনের বিষয়ে কিছু তথ্য সামনে এনেছে প্রাইসবাবা। যেখানে বলা হয়েছে, এর মডেল নম্বর V2143 সহ তালিকাভুক্ত হয়েছে ফোন। রিপোর্টে বলা হয়েছে, শীঘ্রই দেশের বাজারে লঞ্চ করা হবে এই ফোন। মনে রাখবেন,  BIS-এর তালিকায় নাম ও ভারতে আগমন ছাড়া Vivo T1x সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি এই টেক সাইট। যদিও Vivo T1x-এর বিষয়ে আগেই কিছু বিষয় প্রকাশ্যে চলে এসেছে।


Vivo T1x এর সম্ভাব্য বৈশিষ্ট্য দেখে নিন


১ ভারতে Vivo T1x 5G সংস্করণে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে।  তবে শোনা যাচ্ছে দেশে এর 4G সংস্করণও লঞ্চ করা হতে পারে।


২ চিনে ভিভোর এই ফোন ডাইমেনসিটি ৯০০ চিপসেটে লঞ্চ করা হয়েছে। যা একই প্রসেসর নিয়ে ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।


৩ Vivo T1x-এ ৮জিবি র‍্যাম ২৫৬ জিবি স্টোরেজ দেওয়া হতে পারে।


৪ ব্যাটারির কথা বললে, Vivo T1x-তে একটি ৫০০০ এমএএইচের ব্যাটারি দিতে পারে কোম্পানি। যা ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।


৫ চিনের সংস্করণটিতে ৬৪ মেগাপিক্সেলের প্রধান স্ন্যাপার রয়েছে। তবে মালয়েশিয়ায় লঞ্চ সংস্করণে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি শ্যুটার পেয়েছেন ক্রেতা৷ দুটি সংস্করণেই আরও একটি ২মেগাপিক্সলের লেন্স দিয়েছে ভিভো। 
৬ ভারতের সংস্করণে ৬৪ বা ৫০ মেগাপিক্সলের ক্যামেরাও পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।


৭ Vivo T1x-এ ১২০ রিফ্রেশ রেট পাওয়া যাবে।


৮ এর সঙ্গে Vivo T1x-এ ৬.৫৮-ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ও ওয়াটারড্রপ নচ দেওয়া হতে পারে।


৯ Vivo T1x একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসতে পারে।


১০ কানেকশনের জন্য, Vivo T1x-এ একটি ইউএসবি-সি পোর্ট ও একটি ৩.৫ এমএম হেডফোন জ্যাক থাকতে পারে।


আরও পড়ুন : Unblock WhatsApp Account: ব্লক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করা যাবে 'আনব্লক', আসছে নতুন ফিচার