Vivo Phones: ভারতে ভিভো ভি৪০ সিরিজ (Vivo V40 Series) লঞ্চ হবে একথা আগেই শোনা গিয়েছিল। অগস্ট মাসের প্রথম সপ্তাহে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে পারে একথা আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশ হয়েছে নির্দিষ্ট দিনক্ষণ। আগামী ৭ অগস্ট দুপুর ১২টায় ভিভো ভি৪০ সিরিজ ভারতে লঞ্চ হবে। এই স্মার্টফোন সিরিজের মধ্যে ভিভো ভি৪০ (Vivo V40) এবং ভিভো ভি৪০ প্রো (Vivo V40 Pro) - লঞ্চ হতে চলেছে দেশে। Zeiss ব্র্যান্ডের ক্যামেরা থাকবে ভিভো ভি৪০ সিরিজের এই দুই ফোনে। একাধিক রঙে লঞ্চ হবে এই দুই ফোন যেখানে থাকবে ৫৫০০ এমএএইচ ব্যাটারি। ভিভো ভি৩০ সিরিজের (Vivo V30 Series) সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো ভি৪০ সিরিজ। ভিভো ইন্ডিয়ার (Vivo India) ওয়েবসাইটে একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে ভিভো ভি৪০ সিরিজের জন্য।
ভিভো ভি৪০ সিরিজের স্পেসিফিকেশন
ভিভো ভি৪০ ফোন লঞ্চ হবে Ganges Blue এবং Titanium Grey- এই দুই রঙে। আর ভিভো ভি৪০ প্রো ফোন লঞ্চ হবে Lotus Purple রঙে। IP68 রেটিং যুক্ত ভিভো ভি৪০ সিরিজের এই দুই ফোন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস হিসেবে লঞ্চ হবে ভারতে। দুটো মডেলেই থাকতে চলেছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
ভিভো ভি৪০ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত) থাকতে চলেছে। এছাড়াও ৫০ মেগাপিক্সেলের টেলিফটো শুটার (২এক্স অপটিকাল জুম যুক্ত) এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর থাকবে এই ফোনে। ভিভো সংস্থার দাবি ভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ প্রো- এই দুই ফোন স্লিমেস্ট স্মার্টফোন হতে চলেছে, ৭.৫৮ মিলিমিটার পুরু হবে এই দুই ফোন।
ভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ প্রো- এই দুই ফোনের সম্ভাব্য দাম
ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে এখনও ভিভো ভি৪০ সিরিজের এই দুই ফোনের দাম এখনও ঘোষণা করেনি। তবে ভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ প্রো- এই দুই ফোনের দাম ৩০ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকার মধ্যে হবে।
আরও পড়ুন- ৭০০০ টাকার কমে রিয়েলমির নতুন স্মার্টফোন, এতই মজবুত যে পড়লে ভাঙবে না সহজে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।