Smartphones Under Rs 20000: ভিভো ওয়াই সিরিজের নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে খুব বেশি দেরি নেই। ভিভো সংস্থা অবশ্য এই ফোন লঞ্চ সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। অনুমান, এবার লঞ্চ হবে ভিভো ওয়াই৩৯ ৫জি ফোন। ফেব্রুয়ারি মাসে মালয়েশিয়াতে এই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। অনুমান করা হচ্ছে, ভারতে যে ফোন লঞ্চ হবে তার ফিচার, ডিজাইন অনেকটাই মালয়েশিয়ায় লঞ্চ হওয়া ভ্যারিয়েন্টের মতো হবে। ভিভো ওয়াই৩৮ ৫জি ফোনের সাকসেসর মডেল হতে চলেছে ভিভো ওয়াই৩৯ ৫জি ফোন। মালয়েশিয়ায় ভিভো ওয়াই৩৯ ৫জি ফোন লঞ্চ হয়েছে কোয়ালকমের ৪এনএম অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর সাহায্যে। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। ভিভো ওয়াই৩৮ ৫জি ফোনেও এই একই প্রসেসর রয়েছে। 


ভারতে ভিভো ওয়াই৩৯ ৫জি ফোনের দাম কত হতে পারে এবং এই ফোন কী কী রঙে লঞ্চ হতে পারে, দেখে নিন 


বলা হচ্ছে, এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা হতে পারে। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে একটি মডেল লঞ্চ হতে পারে, যার দাম ১৯,৯৯৯ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। টিপস্টার সুধাংশু আম্ভোরে এমনই আভাস দিয়েছেন। ভিভোর আসন্ন ৫জি ফোন তাহলে ২০ হাজার টাকার মধ্যে কেনা যাবে, এটা বোঝা যাচ্ছে। যদিও এই দাম সম্পর্কে ভিভো সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিন্তু কিছু ঘোষণা করেনি। লোটাস পার্পল এবং ওশান ব্লু - এই দুই রঙে ভিভো ওয়াই৩৯ ৫জি ফোন লঞ্চ হতে পারে ভারতে। 


ভিভো ওয়াই৩৯ ৫জি ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, একনজরে দেখে নিন 



  • এই ফোনে থাকতে পারে এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ৬.৬৮ ইঞ্চির এলসিডি স্ক্রিন থাকতে পারে এই ফোনে। 

  • এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং এটি সোনি কোম্পানির সেনসর হতে পারে। এর সঙ্গে ২মেগাপিক্সেলের বোকেহ লেন্স এবং একটি রিং এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। 

  • ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াতের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট থাকতে পারে ভিভো ওয়াই৩৯ ৫জি ফোনে। এছাড়াও ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।