Vivo T1 5G: ভিভো টি১ ৫জি (Vivo T1 5G) ফোন একটি নতুন রঙে লঞ্চ হয়েছে ভারতে। এবার Silky White রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ‘টি’ সিরিজের (Vivo T Series Phone) এই ৫জি (5G Phone) ফোন। এর আগে চলতি বছর ফেব্রুয়ারি মাসে Rainbow Fantasy এবং Starlight Black- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো টি১ ৫জি ফোন। জানা গিয়েছে, নতুন Silky White রঙের ভিভো টি১ ৫জি ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। এই ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর। আর রয়েছে ৬.৫৮ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। একটি শক্তিশালী ব্যাটারিও রয়েছে এই ফোনে।
ভারতে ভিভো টি১ ৫জি ফোনের Silky White ভ্যারিয়েন্টের দাম
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৫,৯৯০ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৯৯০ টাকা। এই ফোন কেনা যাবে ই-কমারর্স সংস্থা ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়ার অফিশিয়াল অনলাইন স্টোর থেকে। এর আগে ফেব্রুয়ারি মাসে ভিভো টি১ ৫জি ফোনের আরও একটি মডেল ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল। সেই কনফিগারেশনের দাম ছিল ১৯,৯৯০ টাকা।
ভিভো টি১ ৫জি ফোনের Silky White ভ্যারিয়েন্টের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েড ১২ আউট অফ দ্য বক্স বেসড FunTouch OS 12- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- ভিভোর এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। এই ফোনে ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এর পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে দুটো ২ মেগাপিক্সেলের সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ভিভোর এই ফোনের ক্যামেরায় Super Night Mode এবং Multi Style Portrait mode- এর মতো ক্যামেরা ফিচার্স রয়েছে।
আরও পড়ুন- লাভা ব্লেজ প্রো ভারতে কবে লঞ্চ হবে? চারটি রঙে দেশীয় বাজারে আসতে পারে এই ফোন