Vivo Smartphone: ভিভো টি সিরিজের (Vivo T Series) নতুন একটি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ২০ জুলাই ভারতে লঞ্চ হবে ভিভোটি১এক্স (Vivo T1x)। সম্প্রতি চিনের সংস্থা ভিভো (Vivo) এমনটাই ঘোষণা করেছে। জানা গিয়েছে, ভিভো টি১এক্স ফোনের ৪জি এবং ৫জি (4G and 5G), দুটো ভ্যারিয়েন্টই লঞ্চ হবে ভারতে। ভিভো সংস্থা তাদের ভারতীয় ট্যুইটার হ্যান্ডেলে (Vivo India Twitter) এই ফোন লঞ্চের কথা ঘোষণা করেছে। অনুমান করা হচ্ছে, ভিভো টি১এক্স ফোনের ৫জি মডেলের ভারতীয় ভ্যারিয়েন্টে ডুয়াল রেয়ার ক্যামেরা (Dual Rear Camera) সেট আপ এবং ৫০ মেগাপিক্সেলের (50 MP) প্রাইমারি সেনসর থাকতে পারে।
আগামী ২০ জুলাই দুপুর ১২টায় ভারতে লঞ্চ হবে ভিভো টি১এক্স ফোন। কালো এবং নীল রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভিভো টি১এক্স ফোন লঞ্চের জন্য আলাদা করে একটি মাইক্রোসাইট তৈরি হয়েছে ভিভো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে। এর পাশাপাশি এও জানা গিয়েছে যে যে ভারতে লঞ্চের পর এই ফোন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
ভারতে ভিভো টি১এক্স ফোনের দাম কত হতে পারে?
ভারতে ভিভো টি সিরিজের আসন্ন ফোনের দাম কত হতে পারে সেই প্রসঙ্গে ভিভো সংস্থা কিছু ঘোষণা করেনি এখনও। তবে এই ফোনের ৪জি ভ্যারিয়েন্ট মালয়েশিয়ায় এবং ৫জি মডেল চিনে লঞ্চ হয়েছিল। অনুমান করা হচ্ছে, ভিভো টি১এক্স ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের দাম আগের মডেলগুলোর মতোই হবে।
ভিভো টি১এক্স ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনের ৫জি মডেলে থাকতে পারে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ।
- ভিভো টি১এক্স ফোনের ৫জি ভ্যারিয়েন্টে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি র্যাম।
- এই ফোনের ৫জি মডেলে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৮ মেগাপিক্সেলের সেলফি সেনসর থাকতে পারে। এছাড়াও ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে।
- ভিভো টি১এক্স ফোনের ৪জি মডেলে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর, ৮ জিবি র্যাম, ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১২৮ জিবি স্টোরেজ, ৫০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।