Vivo Smartphones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি২ ৫জি (Vivo T2 5G) এবং ভিভো টি২এক্স ৫জি (Vivo T2x 5G) - এই দুই স্মার্টফোন। ভিভো টি২ সিরিজের এই দুই ফোনই পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ বেসড FunTouch OS 13- এর সাহায্যে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ নিয়ে লঞ্চ হয়েছে এই দুই ফোন। ভিভো টি২ ৫জি ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। ভিভো টি২এক্স ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর। দুটো ফোনেই রয়েছে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ। এর সঙ্গে রয়েছে এক্সটেনডেড র‍্যাম ফিচার যার সাহায্যে ভার্চুয়াল ভাবে ফোনের র‍্যামের পরিমাণ বাড়ানো যাবে।


ভিভো টি২ ৫জি এবং ভিভো টি২এক্স ৫জি ফোনের দাম


ভিভো টি২ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা 


ভিভো টি২এক্স ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৯৯৯ টাকা। এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। 


ভিভো টি২ ৫জি ফোনের বিক্রি শুরু হবে ১৮ এপ্রিল থেকে। অন্যদিকে ভিভো টি২এক্স ৫জি ফোনের বিক্রি শুরু হবে ২১ এপ্রিল থেকে। ফ্লিপকার্ট থেকে এই দুই ফোন কেনা যাবে। 


ভিভো টি২ ৫জি ফোনের স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৩৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে এই ফোনে। 

  • ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের bokeh সেনসর।

  • ভিভো টি২ ৫জি ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • এই ফোনে রয়েছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সংস্থার দাবি ৫০ শতাংশ চার্জ হবে ২৫ মিনিটে।

  • ভিভো টি২ ৫জি ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 


 

ভিভো টি২এক্স ৫জি ফোনের স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে। এই ফোনেও ডুয়াল সিমের (ন্যানো) স্লট রয়েছে। ভিভো টিএ২ক্স ৫জি ফোনের স্টোরেজের পরিমাণও মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে। 

  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • ভিভো টি২এক্স ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। 


আরও পড়ুন- মিনি ক্যাপস্যুল ফিচার, ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা, ভারতে রিয়েলমি নারজো এন৫৫ ফোনের দাম কত?