Vivo Smartphone: ভিভো টি২ প্রো (Vivo T2 Pro) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে ২২ সেপ্টেম্বর। এই ফোনের বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। লঞ্চের একদম আগে ভিভোর (Vivo) আসন্ন ফোনের সম্ভাব্য কিছু ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ফ্লিপকার্ট এবং ভিভো সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে ভিভো টি২ প্রো ফোনের নাম দেখা গিয়েছে। অতএব বোঝা যাচ্ছে লঞ্চের পর ভিভো টি২ প্রো ফোন ফ্লিপকার্ট এবং ভিভোর ওয়েবসাইট থেকে কেনা যাবে। 


ক্যামেরা ফিচার এবং স্পেসিফিকেশন (সম্ভাব্য)


ভিভো টি২ প্রো ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। সেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ফোনে। সেখানে আরও একটি সেকেন্ডারি সেনসর থাকবে। এছাড়াও থাকতে পারে একটি Auro light unit। ভিভো টি২ প্রো ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনে ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকার কথা শোনা গিয়েছে। ভিভো টি২ প্রো ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ভারতে ভিভো টি২ প্রো ফোনের দাম ২৫ হাজার টাকার মধ্যে হতে পারে। ভিভো সংস্থার দাবি, এই ফোন এই নির্দিষ্ট সেগমেন্টের স্লিমেস্ট মডেল হতে চলেছে, থিকনেস হবে ০.৭৩ মিলিমিটার। 



ভারতে আসছে ভিভো ভি২৯ ৫জি এবং ভিভো ভি২৯ প্রো

 

সম্ভবত আগামী ৪ অক্টোবর এই দুই ফোন ভারতে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট দিনক্ষণ ভিভো সংস্থা কিছু ঘোষণা করেনি। ভিভো ভি২৯ সিরিজের এই দুই ফোনেরও সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভিভো সংস্থা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে ভিভো ভি২৯ সিরিজের ফোনগুলির নাম প্রকাশ করেছে। হিমালয়ান ব্লু, ম্যাজেস্টিক রেড এবং স্পেস ব্ল্যাক- এই তিনটি রঙে লঞ্চ হতে চলেছে ভিভো ভি২৯ ৫জি এবং ভিভো ভি২৯ প্রো ফোন। লাল রঙের ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল ফিচার থাকবে বলেও শোনা গিয়েছে। 

 

মোটোরোলা এজ ৪০ নিও ৫জি

 

ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। Black Beauty, Caneel Bay, Soothing Sea- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে মোটোরোলার নতুন ফোন। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট থেকে কেনা যাবে মোটোরোলা এজ ৪০ নিও ৫জি ফোন। বিভিন্ন রিটেল স্টোর থেকেও এই ফোন কেনা যাবে। বিক্রি শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে।