Vivo Phones: ভিভো টি৩ আলট্রা ফোনের (Vivo T3 Ultra) দাম আবারও কমেছে ভারতে। গতবছর অর্থাৎ ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চ হয়েছিল দেশে। ভিভো টি৩ আলট্রা ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর। এছাড়াও রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি। লঞ্চের সময় এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৩১,৯৯৯ টাকা। এবছরের শুরুতেই জানুয়ারি মাসে এই ফোনের ওই মডেলের দাম কমেছিল ২০০০ টাকা। এবার ভিভো সংস্থা জানিয়েছে, তাদের ওই মডেলের দাম আরও ২০০০ টাকা কমানো হবে। এর ফলে ভিভো টি৩ আলট্রা ফোনের বেস ভ্যারিয়েন্ট যা ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত, তার দাম কমে হয়েছে ২৭,৯৯৯ টাকা। ১ মে থেকে এই দামেই কেনা যাবে ভিভো 'টি' সিরিজের এই ফোন। অফলাইন এবং অনলাইন, দুই মাধ্যমেই কেনা যাবে ভিভোর এই ৫জি ফোন। 

এখন ভারতে ভিভো টি৩ আলট্রা ফোনের দাম কমে কত হয়েছে  

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ২৭,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্ট, যার দাম এখন কমে হয়েছে ২৯,৯৯৯ টাকা। আর রয়েছে ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল। এর দাম ৩১,৯৯৯ টাকা। নতুন এই দাম (কমে গিয়ে) আজ ১ মে থেকে প্রযোজ্য হচ্ছে। ফ্রস্ট গ্রিন এবং লুনার গ্রে- এই দুই রঙে পাওয়া যাবে ভিভো টি৩ আলট্রা ফোন। কেনা যাবে ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং নির্দিষ্ট অফলাইন রিটেল স্টোর থেকে। 

লঞ্চের সময় ভিভো টি৩ আলট্রা ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৩১,৯৯৯ টাকা, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৩,৯৯৯ টাকা, ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৫,৯৯৯ টাকা ছিল। জানুয়ারি মাসে সব মডেলের দাম ২০০০ টাকা করে কমেছিল। তার ফলে এই তিনটি ফোনের দাম কমে হয়েছিল যথাক্রমে ২৯,৯৯৯ টাকা, ৩১,৯৯৯ টাকা এবং ৩৩,৯৯৯ টাকা। এবার আবারও ভিভো টি৩ আলট্রা ফোনের সমস্ত ভ্যারিয়েন্টের দাম ২০০০ টাকা করে কমেছে। অতএব যাঁরা নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা দেখে নিতে পারেন ভিভো টি৩ আলট্রা ফোনের দামের এই অফার।