Smartphones: ভারতে দু'টি নতুন ফোন লঞ্চের আভাস পাওয়া গিয়েছে। এই তালিকায় রয়েছে ভিভো (Vivo) এবং তার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) সংস্থার ফোন। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস (BIS) সার্টিফিকেশন সাইটের তালিকায় নাম দেখা গিয়েছে ভিভো টি৩এক্স ৫জি (Vivo T3x 5G) এবং আইকিউওও জেড৯এক্স ৫জি- (iQoo Z9x 5G) এই দুই ফোনের নাম। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে, এই দুই ফোন ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। তবে ভিভো টি৩ সিরিজ (Vivo T3 Series) এবং আইকিউওও জেড৯ সিরিজের (iQoo Z9 Series) এই দুই ফোন কবে ভারতের বাজারে আসতে চলেছে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। শোনা যাচ্ছে, ভিভো টি৩এক্স ৫জি ফোন হয়তো এপ্রিল মাসের শেষের দিকে ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে পারে। অন্যদিকে অনুমান কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট নিয়ে লঞ্চ হতে পারে আইকিউওও জেড৯এক্স ৫জি ফোন। এছাড়াও শোনা যাচ্ছে, এই দুই ফোন ব্লুটুথ ৫.১ কানেক্টিভিটি সাপোর্ট নিয়ে লঞ্চ হতে পারে ভারতে।


আইকিউওও জেড৯এক্স ৫জি 


এই ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগ ৬ জেন ১ চিপসেট। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৪ জিবি র‍্যাম। এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাহায্যে। 


ভিভো টি৩এক্স ৫জি 


ভিভোর এই ফোন এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশনের সঙ্গে মিল থাকতে চলেছে ভিভো টি২এক্স ৫জি ফোনের। এমনটাই শোনা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো টি২এক্স ৫জি ফোনের সাকসেসর হিসেবেই লঞ্চ হতে চলেছে ভিভো টি৩এক্স ৫জি মডেল। এই ফোনের দাম ভারতে ১২ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকার মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। 


ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও আরও একটি ফোন লঞ্চের আভাস দিয়েছে 


আইকিউওও সংস্থা ভারতে আইকিউওও জেড৯ সিরিজের আরও একটি ফোন লঞ্চ করতে পারে। সেই ফোন হতে চলেছে আইকিউওও জেড৯ টার্বো। এই ফোনে একটি OLED ডিসপ্লে থাকতে পারে যেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যেতে পারে। এছাড়াও এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এক্স জেন ৩ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি থাকতে পারে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এই ফোন কবে ভারতে লঞ্চ হবে সেই প্রসঙ্গে নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি এখনও। তবে শোনা গিয়েছে, আইকিউওও জেড৯এক্স ৫জি ফোনের সঙ্গেই আইকিউওও জেড৯ টার্বো ফোনের ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। 


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হবে ইনফিনিক্স নোট ৪০ প্রো ৫জি সিরিজের দুই ফোন, কোন কোন মডেল আসছে?