Vivo T4 Ultra: ভিভো টি৪ আলট্রা ফোন ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে এই ফোন ফ্লিপকার্ট থেকে কেনা যাবে বলে জানা গিয়েছে। ভিভো 'টি' সিরিজের এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে ভিভো টি৩ আলট্রা ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এবার তারই সাকসেসর মডেল আসতে চলেছে দেশে। ভিভো টি৪ আলট্রা ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ চিপসেট থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও এই ফোনে ৯০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে বলেও শোনা যাচ্ছে।
ভিভো টি৪ আলট্রা ফোনের একটি টিজার এক্স মাধ্যমে প্রকাশিত হয়েছে। এক্স মাধ্যমেই এই ফোনের ভারতে লঞ্চ সম্পর্কে জানানো হয়েছে। এক্স মাধ্যমের ৬ সেকন্ডের ওই টিজার ভিডিওতে ফোনের রেয়ার প্যানেলের ডিজাইন সম্পর্কে জানা গিয়েছে। কালো রঙে এই ফোন লঞ্চ হতে চলেছে। 'ওভাল' শেপ অর্থাৎ ডিম্বাকৃতির ক্যামেরা মডিউল থাকতে চলেছে ফোনের ব্যাক প্যানেলে। রেয়ার ক্যামেরা মডিউলের সঙ্গে থাকবে একটি Aura রিং ফ্ল্যাশলাইট।
ভিভো টি৪ আলট্রা ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে একটি পেরিস্কোপিক টেলিফটো ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এই ক্যামেরা সেনসরে ১০০ এক্স পর্যন্ত ডিজিটাল জুম সাপোর্ট থাকবে, এমনটা আন্দাজ করা যাচ্ছে। খুব ভাল করে টিজার দেখলে বোঝা যাবে, রেয়ার ক্যামেরা মডিউলে এই পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং সেখানে ১০০ এক্স জুম সাপোর্ট থাকার স্পষ্ট ইঙ্গিত রয়েছে। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত বিভিন্ন ফিচার এই ফোনে থাকতে চলেছে। ভিভো টি৪ আলট্রা ফোন ভারতে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও এই ফোন অনলাইনে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে, এটা স্পষ্ট। কারণ ওই ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে ভিভো 'টি' সিরিজের এই ফোনের জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ তৈরি হয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে, ফ্লিপকার্ট থেকে ভিভো টি৪ আলট্রা ফোন কেনা যাবে।
ভিভো টি৪ আলট্রা ফোনে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ সিরিজের প্রসেসর থাকতে পারে। এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে। এছাড়াও থাকবে একটি ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট থাকতে চলেছে ভিভো টি৪ আলট্রা ফোনে। এই ফোন পরিচালিত হবে Funtouch OS 15- এর সাহায্যে। অনুমান, জুন মাসেই ভিভো টি৪ আলট্রা ফোন ভারতে লঞ্চ হবে।