Vivo Phones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো টি৪ আলট্রা ফোন। এই স্মার্টফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ প্লাস চিপসেট। এছাড়াও রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর ছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো শুটার। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও পাওয়া যাবে। ভিভো টি৪ আলট্রা ফোনে একটি 1.5K রেজোলিউশন যুক্ত quad curved AMOLED ডিসপ্লে রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) যুক্ত একাধিক ফিচার রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে গুগলের সার্কেল ফিচারের সাপোর্ট যার সাহায্যে সার্চ করা সুবিধাজনক। 

ভারতে ভিভো টি৪ আলট্রা ফোনের দাম, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে মিলবে এবং কবে থেকে বিক্রি শুরু 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা। অন্যদিকে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা। এছাড়াও ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪১,৯৯৯ টাকা। দুটো রঙে লঞ্চ হয়েছে ভিভো টি৪ আলট্রা ফোন। কেনা যাবে ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়া ই-স্টোর থেকে। ১৮ জুন থেকে শুরু হবে ভিভোর এই ফোনের বিক্রি। 

ভিভো টি৪ আলট্রা ফোনে কী কী আধুনিক ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 

  • এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে। এটি একটি quad-curved AMOLED ডিসপ্লে। এখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোন ধুলো এবং জলে নষ্ট হবে না সহজে। এটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। 
  • একটি ৪ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ প্লাস প্রসেসর রয়েছে ভিভোর এই ফোনে। এখানে অ্যান্ড্রয়েড ১৫ বেসড FuntouchOS 15- এর সাপোর্ট পাবেন ইউজাররা। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। ইন-ডিসপ্লে অপটিকাল ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য। 
  • ভিভো টি৪ আলট্রা ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন) সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল যুক্ত সেকেন্ডারি সেনসর এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। এই টেলিফটো ক্যামেরায় থ্রি এক্স অপটিকাল জুম, ১০ এক্স টেলিফটো ম্যাক্রো জুম এবং ১০০ এক্স ডিজিটাল জুমের সাপোর্ট পাওয়া যাবে। এর পাশাপাশি ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।