Vivo Earbuds: ভিভো ভারতে লঞ্চ করেছে ভিভো টিডব্লুএস ৩ই (Vivo TWS 3e) ইয়ারবাডস। ভারতে ভিভো ভি৪০ সিরিজের (Vivo V40 Series) সঙ্গেই লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস। ভারতে এই ইয়ারবাডসের (Earbuds) দাম ১৮৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে কেনা যাবে এই ইয়ারবাডস। অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন, টাচ কন্ট্রোল, গুগল ফাস্ট পেয়ার সাপোর্ট রয়েছে ভিভোর এই ইয়ারবাডস। 


একঝলকে দেখে নিন ভিভো টিডব্লুএস ৩ই ওয়্যারলেস ইয়ারবাডসে কী কী ফিচার রয়েছে 



  • স্লিক ডিজাইনের এই ইয়ারবাডস থাকবে একটি গোলাকার কেসের মধ্যে। সাদা এবং কালো রঙে লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস। 

  • ৩০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। আশপাশের অবাঞ্ছিত আওয়াজ প্রায় ৭৩ শতাংশ কমাতে পারে উল্লিখিত ফিচার। 

  • এই ইয়ারফোনে রয়েছে এআই কল নয়েজ রিডাকশন ফিচার। এছাড়াও রয়েছে উইন্ড নয়েজ রিডাকশন ফিচারের উপস্থিতি। ইয়ারফোনে শব্দ শোনার ক্ষেত্রে হাওয়ার প্রভাব কমায় এই ফিচার। 

  • যদি অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার বন্ধ থাকে এবং চার্জিং কেসে ইয়ারবাডস থাকে তাহলে একবার পুরো চার্জ দিলে ৪২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে। 

  • যদি অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার চালু করা হয় তাহলে ৩৬ ঘণ্টা পর্যন্ত চার্জ বজায় থাকে। 

  • ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ৩ ঘণ্টা ইয়ারফোন চালু থাকবে। 

  • ভিভোর নতুন ইয়ারবাডসে গুগল ফাস্ট পেয়ার, গুগল অ্যাসিসট্যান্ট, ওয়্যারিং ডিটেকশন, ফাইন্ড মাই ইয়ারফোন, স্মার্ট টাচ কন্ট্রোল সাপোর্ট রয়েছে। 

  • এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। তিন ধরনের সাউন্ড এফেক্ট রয়েছে ভিভোর এই ইয়ারবাডসে। 


ভিভো ভি৪০ সিরিজ 


ভারতে ভিভো ভি৪০ এবং ভিভো ভি৪০ প্রো- এই দুই ফোন লঞ্চ হয়েছে ভিভো ভি৪০ সিরিজের মধ্যে। ভিভো ভি৪০ ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর। ভিভো ভি৪০ প্রো ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট। ভিভো ভি৪০ সিরিজে রয়েছে Zeiss ব্র্যান্ডে রেয়ার ক্যামেরা রয়েছে। এই সিরিজের দুই ফোনে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও রয়েছে ভিভো ভি৪০ সিরিজের এই দুই ফোনে। ভিভো ভি৪০ প্রো ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে তিনটি ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ভিভো ভি৪০ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে দুটো ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ৪০এক্স ৫জি, দাম কত? কী কী ফিচার রয়েছে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।