Vivo V30 Series: ভারতে ভিভো ভি৩০ সিরিজ (Vivo V30 Series) লঞ্চ হতে চলেছে আগামী ৭ মার্চ। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হবে ভিভো ভি৩০ (Vivo V30) এবং ভিভো ভি৩০ প্রো (Vivo V30 Pro)- এই দুই ফোন। ইতিমধ্যেই এই দুই ফোন ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে। এই দুই ফোনে থাকবে ৬.৭৮ ইঞ্চির AMOLED স্ক্রিন, ৫০০০ এমএএইচ ব্যাটারি। আনুষ্ঠানিক লঞ্চের আগে ভিভো ভি৩০ সিরিজের দুই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো- এই দুই ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার গ্লোবাল মডেলের মতোই হবে। জানা গিয়েছে, ভিভো ভি৩০ প্রো ফোনে Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। 


টিপস্টার মুকুল শর্মা এক্স মাধ্যমে ভিভো ভি৩০ সিরিজের ফোনের দাম সম্পর্কে আভাস দিয়েছে। ভিভো ভি৩০ ফোনের দাম ৪০ হাজার টাকার আশপাশ থেকে শুরু হবে। এক্ষেত্রে বেস মডেলের দামের নিরিখে এই অনুমান করা হচ্ছে। অন্যদিকে ভিভো ভি৩০ প্রো ফোনের দাম ৪৫ হাজার টাকার আশপাশে শুরু হতে চলেছে ভারতে। এখানেও বেস মডেলের কথাই বলা হয়েছে। ভিভো ভি৩০ সিরিজের ফোনগুলি Equatorial Green, Puspa White এবং Volcanic Black- এই তিন রঙে লঞ্চ হতে চলেছে ভারতে। 


আনুষ্ঠানিক লঞ্চের আগে ভিভো ভি৩০ সিরিজের ফোন দু'টির সম্ভাব্য ফিচারগুলি একনজরে দেখে নেওয়া যাক



  • ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো- এই দুই ফোনে ৬.৭৮ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এছাড়াও এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন পাওয়া যেতে পারে। 

  • ভিভো ভি৩০ ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকতে পারে। অন্যদিকে ভিভো ভি৩০ প্রো ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। 

  • ভিভো ভি৩০ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে যেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ক্যামেরা সেনসরের সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। প্রাইমারি সেনসর ছাড়াও একটি ৫০ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে যেখানে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাপোর্ট থাকার কথা রয়েছে। 

  • অন্যদিকে ভিভো ভি৩০ প্রো ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার কথা রয়েছে। সেখানেও ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স থাকতে পারে। ভিভো ভি৩০ সিরিজের দুই ফোনেই ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে। 

  • ভিভো ভি৩০ সিরিজের দুই ফোনে অ্যান্ড্রয়েড ১৪ বেসড FunTouchOS 14- র সাপোর্ট, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং তার সঙ্গে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে। 


আরও পড়ুন- ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সির দুই ফোন, কত দাম হতে পারে? রইল সম্ভাব্য ফিচারের তালিকা