Vivo Phones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো সংস্থার নতুন ফোন (Vivo Phones)। ভিভো 'ভি' সিরিজের (Vivo V Series Phone) এই ফোনে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট রয়েছে, যার সঙ্গে আবার ৮ জিবি র্যাম যুক্ত রয়েছে। ভিভো ভি৫০ই ফোন (Vivo V50e 5G Phone) লঞ্চ হয়েছে দেশে। এই ফোনে ৫৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ভিভো ভি৫০ই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে এই ফোন সহজে নষ্ট হবে না।
ভারতে ভিভো ভি৫০ই ফোনের দাম কত
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৮,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৩০,৯৯৯ টাকা। পার্ল হোয়াইট এবং স্যাফায়ার ব্লু- এই দুই রঙে ভিভো ভি৫০ই ফোন লঞ্চ হয়েছে দেশে। অনলাইনে কেনা যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট, ভিভো ইন্ডিয়ার ই-স্টোর থেকে। ১৭ এপ্রিল থেকে শুরু হবে ফোনের বিক্রি। এখন চালু হয়েছে প্রি-বুকিং।
ভিভো ভি৫০ই ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- ৬.৭৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ফোনে। এটি একটি quad-curved AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ডিসপ্লেতে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে।
- একটি ৪ এনএম অক্টা-কোর প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও পাবেন অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট। তিন বছরের অপারেটিং সিস্টেম এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবেন এই ফোনে। FuntouchOS 15 - এর সাহায্যে পরিচালিত হবে ভিভো ভি৫০ই ফোন।
- ভিভো 'ভি' সিরিজের এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার রয়েছে যেখানে ১১৬ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে। মেন সেনসরে যুক্ত রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার এবং এটি একটি সোনি সংস্থার ক্যামেরা সেনসর। এছাড়াও রেয়ার ক্যামেরা মডিউলে রয়েছে একটি Aura Light ফিচার।
- ভিভো ভি৫০ই একটি ৫জি ফোন। এখানে ৯০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসরও পাবেন ইউজাররা। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে এই ফোনে। ৫জি- র সঙ্গে ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ, ওটিজি, জিপিএস- এইসব কানেক্টিভিটি ফিচারও রয়েছে। এই ফোনের ওজন প্রায় ১৮৬ গ্রাম।