Vivo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভোর একটি নতুন ফোন। এবার লঞ্চ হবে ভিভো ভি৫০ই মডেল। শোনা গিয়েছে, এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে ভিভোর এই ফোন লঞ্চ হবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ফোনের সম্ভাব্য ডিজাইন। এপ্রিল মাসে কবে ভিভোর এই ফোন লঞ্চ হবে তা নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ওয়েবসাইটে যেহেতু এই ফোনের নাম দেখা গিয়েছে, তার থেকে অনুমান, ভিভো ভি৫০ই ফোনের ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। ডিজাইনের ক্ষেত্রে ভিভো এস২০ ফোনের সঙ্গে মিল থাকতে চলেছে ভিভো ভি৫০ই ফোনের। প্রসঙ্গত উল্লেখ্য, ভিভো এস২০ ফোন চিনে লঞ্চ হয়েছিল গত বছর নভেম্বর মাসে। এবছর ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি৫০ ফোন। সেই দলেই নাম জুড়তে চলেছে ভিভো ভি৫০ই ফোনেরও। 


ভিভ ভি৫০ই ফোনের সম্ভাব্য ডিজাইন 


এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। একটি গোলাকার মডিউলে সাজানো থাকতে পারে ক্যামেরা সেনসর দু'টি। ফোনের ব্যাক প্যানেলে বাঁদিকে উপরের কোণে সাজানো থাকতে পারে রেয়ার ক্যামেরা মডিউল। লম্বালম্বি ভাবে থাকতে পারে ওষুধের ক্যাপস্যুলের মতো দেখতে একটি জিনিস। এটি ব্যবহার হতে পারে রিং লাইট ইউনিট হিসেবে। ফোনের ডিসপ্লের উপর সেলফি ক্যামেরা সেনসরের জন্য হোল পাঞ্চ কাট আউট থাকতে পারে উপরের বর্ডার বরাবর। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেট করা থাকবে। আর ভলিউম রকার এবং পাওয়ার বাটন থাকতে পারে ফোনের ডানদিকের অংশে। 


ভিভো ভি৫০ ই ফোনে কী কী ফিচার থাকতে পারে, সম্ভাব্য দামই বা কত হতে পারে, দেখে নিন একনজরে 



  • ভিভো ভি৫০ই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোন পরিচালিত হতে পারে অ্যান্ড্রয়েড ১৫ বেসড Funtouch OS 15- এর সাহায্যে। 

  • ভিভোর এই ফোনে ৬.৭৭ ইঞ্চির 1.5K quad curved AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। 

  • ভিভো ভি৫০ই ফোনে একটি ৫৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 

  • ভিভোর এই ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে পারে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে ফোন নষ্ট হবে না। 

  • ভিভো ভি৫০ই ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

  • ইউজারদের নিরাপত্তার জন্য ভিভো ভি৫০ই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে। 


ভারতে ভিভো ভি৫০ই ফোনের দাম ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার মধ্যে হতে পারে বলে শোনা গিয়েছে। পার্ল হোয়াইট এবং স্যাফায়ার ব্লু- এই দুই রঙে ভিভো ভি৫০ই ফোন ভারতে লঞ্চ হতে পারে।