Foldable Phone: স্যামসাং, ওয়ানপ্লাস, ওপ্পো এইসব সংস্থা ভারতে ফোল্ডেবল ফোন লঞ্চ করলেও ভিভো কোম্পানি এতদিন দেশে এই ধরনের ডিভাইস লঞ্চ করেনি। তবে এবার ভিভো সংস্থা ভারতে তাদের প্রথম ফোল্ডেবল (Vivo Foldable Phone) ফোন লঞ্চ করতে চলেছে। খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন (Vivo X Fold 3 Pro)। ভিভোর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ভারতে কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে সূত্রের খবর, হয়তো জুন মাসে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (BIS) ওয়েবসাইট থেকে গিকবেঞ্চ ডেটাবেসে এই ফোনের নাম দেখা গিয়েছে। তার থেকেই অনুমান যে, ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন ভারতে লঞ্চ হতে বেশি দেরি নেই। 


গতবছর অর্থাৎ ২০২৩ সালের মার্চ মাসে ভিভো সংস্থা লঞ্চ করেছিল তাদের ফোল্ডেবল ফোন ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোন। এতদিন ভিভো কোম্পানি শুধু চিনেই তাদের ফোল্ডেবল ফোন লঞ্চ করত। এই প্রথমবার ভারতে ফোল্ডেবল ফোন লঞ্চ করতে চলেছে ভিভো সংস্থা। ইতিমধ্যেই ভিভো ফোল্ড ৩ প্রো ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। 


কী কী ফিচার থাকতে পারে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে 



  • এই ফোনে ৬.৫৩ ইঞ্চির কভার ডিসপ্লে এবং ৮.০৩ ইঞ্চির ইনার AMOLED LTPO ফোল্ডিং ডিসপ্লে থাকতে পারে। দুটো স্ক্রিনের রিফ্রেশ রেটই ১২০ হার্টজ। এছাড়াও এই দুই ডিসপ্লেতে রয়েছে Dolby Vision সাপোর্ট। 

  • ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে ZEISS ব্র্যান্ডের ক্যামেরা সেনসর থাকবে বলে শোনা গিয়েছে। এই ফোন হাল্কা ওজনের হতে চলেছে। খুব বেশি পুরুও হবে না এই ফোন। 

  • কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকতে চলেছে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে। এর সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত স্টোরেজ থাকতে পারে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্স বেসড OriginOS 4- এর সাহায্যে। 

  • ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেলের আলট্রা সেনসিং প্রাইমারি ক্যামেরা থাকতে পারে যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে। এছাড়াও এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের থ্রি-এক্স টেলিফটো লেন্স, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে পারে। এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। 

  • এই ফোল্ডেবল ফোনে ৫৭০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। ভারতে লঞ্চের পর কেনা যাবে ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়ার অনলাইন স্টোর ও বিভিন্ন অফলাইন রিটেল স্টোর থেকে। অনুমান ভারতে ভিভো এক্স ফোল্ড ৩ প্রো ফোনের দাম ১.৫ লক্ষ টাকার কম হবে। 


আরও পড়ুন- ভারতে পোকো এফ৬ ৫জি ফোন কবে লঞ্চ হতে চলেছে? এখনও পর্যন্ত কী কী জানা গিয়েছে 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।