Vivo X100 Series: ভিভোর (Vivo) নতুন স্মার্টফোন (Smartphones) সিরিজ লঞ্চ হতে চলেছে গ্লোবাল মার্কেটে। চিনে ইতিমধ্যেই ভিভো এক্স১০০ সিরিজ (Vivo X100 Series) লঞ্চ হয়েছে। এবার এই স্মার্টফোন সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। ভারতের বাজারে ভিভো এক্স৯০ সিরিজের সাকসেসর ভিভো এক্স১০০ সিরিজের ফোন কবে লঞ্চ হবে সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি। আগামী ১৪ ডিসেম্বর ভিভো ১০০এক্স সিরিজ গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের অনুমান হয়তো সেই দিনই ভারতের বাজারেও লঞ্চ করতে পারে ভিভো ১০০এক্স সিরিজ। তবে এই প্রসঙ্গে নিশ্চিতভাবে কিছুই জানা যায়নি এখনও। ভিভো সংস্থাও আনুষ্ঠানিক ভাবে এক্স১০০ সিরিজ ভারতে লঞ্চ প্রসঙ্গে কিছু ঘোষণা করেনি। 


ভিভো এক্স১০ সিরিজে রয়েছে ভিভো এক্স ১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই ফোন


চিনে লঞ্চ হওয়া ভিভো এক্স১০০ সিরিজে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। তবে আলাদা আলাদা প্রাইমারি এবং টেলিফটো ক্যামেরা রয়েছে। Zeiss সংস্থার ক্যামেরা সেনসর রয়েছে এই স্মার্টফোন সিরিজে। এর আগেও ভিভো 'এক্স' সিরিজের ফোনে এই ধরনের ক্যামেরা ছিল। চিনে লঞ্চ হওয়া ভিভো এক্স ১০০ ফোনে ১২০ ওয়াটের এবং ভিভো এক্স১০০ ফোনে ১০০ ওয়াটের ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। 


ভিভো এক্স১০০ এবং ভিভো ১০০এক্স প্রো- চিনে লঞ্চ হওয়া এই দুই ফোনের অন্যান্য ফিচার এবং স্পেসিফিকেশন


এই দুই ফোন পরিচালিত হয় Android 14-based OriginOS 4- এর সাহায্যে। ৬.৭৮ ইঞ্চির AMOLED 8T LTPO কার্ভড ডিসপ্লে রয়েছে এই দুই ফোনে যাদের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। দুটো ফোনেই রয়েছে ৪এনএম মিডিয়াটেক ডিমেনসিটী ৯৩০০ চিপসেট। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম যুক্ত রয়েছে।  ভিভো এক্স১০০ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX920 VCS বায়োনিক মেন সেনসর। এর সঙ্গে রয়েছে ৫০ মেগাপিক্সেলের Zeiss APO পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। দুটো ফোনেই রয়েছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। 


এই দুই ফোনেই রয়েছে ১ টিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ। এছাড়াও বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ভিভো এক্স১০০ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ভিভো এক্স১০০ প্রো ফোনের ৫৪০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ভিভো এক্স ১০০ সিরিজের এই দুই মডেল ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস, অর্থাৎ ধুলো এবং জলে ফোন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম।