Vivo X100 Series: চিনের পর এবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে ভিভো এক্স১০০ সিরিজ (Vivo X100 Series)। এই স্মার্টফোন সিরিজে রয়েছে ভিভো এক্স১০০ (Vivo X100) এবং ভিভো এক্স১০০ প্রো (Vivo X100 Pro)- এই দুই ফোন। প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজ এবং ২০২৪ সাল অর্থাৎ আগামী বছর জানুয়ারিতে স্যামসাং গ্যালাক্সি ২৪ সিরিজ লঞ্চ হলে- এই দুই স্মার্টফোন সিরিজের সঙ্গে জোরকদমে প্রতিযোগিতা হবে ভিভো এক্স১০০ সিরিজের। ভিভো এক্স৯০ সিরিজের সাকসেসর হিসেবে নতুন স্মার্টফোন রেঞ্জ লঞ্চ করেছে সংস্থা। ভিভো এক্স১০০ সিরিজের দুটো মডেলেই রয়েছে দুর্দান্ত ক্যামেরা ফিচার। ভারতেও লঞ্চ হবে ভিভো এক্স১০০ সিরিজ। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের প্রথমদিকেই এই স্মার্টফোন সিরিজের লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে অনুমান।


দেখে নেওয়া যাক ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো মডেলে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে



  • এই দুই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির LTPO AMOLED প্যানেল রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। দুটো ডিভাইসেই রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ প্রসেসর। তবে ভিভো এক্স১০০ প্রো ফোনে V3 imaging chip রয়েছে। অন্যদিকে ভিভো এক্স১০০ ফোনে পুরনো ভি২ চিপই রয়েছে।

  • ভিভো এক্স১০০ প্রো ফোনে রয়েছে ১ ইঞ্চির ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং সেখানেই রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এর সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের Zeiss APO সুপার টেলিফটো ক্যামেরা রয়েছে (৪.৩এক্স জুম এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সমেত)। এই ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়াও রয়েছে ৫৪০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াটের ওয়্যারড এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। 

  • এই স্মার্টফোন সিরিজের বেস মডেল ভিভো এক্স১০০ ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সমেত, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেলের একটি Zeiss সুপার টেলিফটো ক্যামেরা সেনসর। এই ফোনেও রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। 


পোকো সংস্থার নতুন বাজেট স্মার্টফোন


পোকো সি৬৫ সম্প্রতি লঞ্চ হয়েছে দেশে। এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ লঞ্চ হয়েছে ৮৪৯৯ টাকায়। অন্যদিকে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৯৪৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা।


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩ ৫জি সিরিজ? কোথা থেকে কিনতে পারবেন?