Vivo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো 'এক্স' সিরিজের একটি ফোন। খুব তাড়াতাড়িই এই ফোন দেশে লঞ্চ হবে বলে অনুমান। ভিভো এক্স২০০ এফই মডেল লঞ্চের আভাস পাওয়া গিয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডস অর্থাৎ বিআইএস- এর ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছে। আর তার থেকেই অনুমান, ভিভোর এই ফোন ভারতে লঞ্চ হতে খুব বেশি দেরি নেই। চিনে আগেই লঞ্চ হয়েছে ভিভো এস৩ প্রো মিনি ফোন। শোনা যাচ্ছে, এরই রিব্র্যান্ডেড হতে চলেছে ভিভো এক্স২০০ এফই ফোন। ভারতের পাশাপাশি অন্যান্য গ্লোবাল মার্কেটেও এই ফোন লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে।
ভারতে কবে লঞ্চ হতে পারে ভিভো এক্স২০০ এফই ফোন, দাম কত হতে পারে
টিপস্টার যোগেশ ব্রার আভাস দিয়েছেন এই ফোন জুলাই মাসের মধ্যে দেশে লঞ্চ হতে পারে। তবে নির্দিষ্ট দিনক্ষণ কিছু জানা যায়নি। দুটো রঙে লঞ্চ হতে পারে এই ফোন। তবে নির্দিষ্ট কোনও রং জানা যায়নি। আর এই ফোনের দাম হতে পারে ৫০ থেকে ৬০ হাজার টাকার মধ্যে। তবে এই ফোন কোন কোন র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে, কটা ভ্যারিয়েন্ট লঞ্চ হতে পারে তা জানা যায়নি। আর যে তথ্যগুলি প্রকাশ্যে এসেছে তার কোনওটাই ভিভো সংস্থা এখনও আনুষ্ঠানিক ভাবে এখনও ঘোষণা করেনি।
ভিভো এক্স২০০ এফই ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে, রইল তালিকা
- এই ফোনে ৬.৩১ ইঞ্চির একটি ডিসপ্লে থাকতে পারে। এটি একটি LTPO OLED স্ক্রিন হতে পারে এবং তার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকতে পারে ইউজারদের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য। শোনা যাচ্ছে, মিডিয়াটেকের সম্প্রতি ঘোষণা করা ডিমেনসিটি ৯৪০০ই চিপসেট থাকতে পারে ভিভো এক্স২০০ এফই ফোনে।
- এই ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর থাকবে বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা যেখানে ৩এক্স অপটিকাল জুমের সাপোর্ট থাকবে। আর এই দুটো ক্যামেরা সেনসরই সোনি সংস্থার হতে পারে। এছাড়াও এই ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর থাকতে পারে। অর্থাৎ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে ভিভো এক্স২০০ এফই ফোনে। শোনা যাচ্ছে, এই ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।