Vivo Phones: ভিভো এক্স৩০০ সিরিজ লঞ্চ হতে চলেছে ভারতে। অবশেষে প্রকাশ্যে এল দিনক্ষণ। আগামী ২ ডিসেম্বর ভারতীয় সময় দুপুর ১২টায় ভিভো এক্স৩০০ সিরিজ লঞ্চ হতে চলেছে। ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রো- এই দুই ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে এই দুই ফোনে। Zeiss ব্র্যান্ডের ক্যামেরা সেনসর দেখা যাবে ভিভোর নতুন ফোন দু'টিতে। ভারতে একটি বিশেষ লাল রঙে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স৩০০ সিরিজের ফোন। ভিভো এক্স৩০০ সিরিজের ফোনের অন্যতম মূল আকর্ষণ হতে চলেছে ক্যামেরা ফিচার। টেলিফটো ক্যামেরা সেনসর থাকবে ভিভো এক্স৩০০ এবং ভিভো এক্স৩০০ প্রো ফোনে। আর সেই টেলিফটো ক্যামেরা সেনসরের গুণমান এবং কর্মক্ষমতা বাড়ানোর জন্য থাকতে চলেছে Telephoto Extender Kit. 

Continues below advertisement

ভিভো এক্স৩০০ সিরিজের ফোনে একটি 3nm MediaTek Dimensity 9500 চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১৬- র সাপোর্ট পাবেন ইউজাররা। যে Telephoto Extender Kit এই স্মার্টফোন সিরিজের ফোনে থাকবে তার সাহায্যে অপটিকাল জুমের পরিমাণ আবড়ানো যাবে। তবে ছবির গুণমান নষ্ট হবে না। ভিভো এক্স ৩০০ প্রো ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা সেনসর থাকতে চলেছে। আর ফোনের স্ক্রিনের উপর থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। অন্যদিকে, ভিভো এক্স৩০০ ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ২০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। আর ফোনের ডিসপ্লের উপর ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে। 

সম্প্রতি ভিভো সংস্থা ভারতে একটি ৫জি ফোন লঞ্চ করেছে 
 
ভিভো ওয়াই১৯এস ফোন লঞ্চ হয়েছে ভারতে। এটি একটি ৫জি ফোন। ভিভো- র এই ফোনে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৫ ওয়াটের চার্জিং সাপোর্ট।। ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর বা সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসর। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট এবং একটি এলইডি ফ্ল্যাশ। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট এই ফোনে পাবেন ইউজাররা। ফোন পরিচালিত হবে FuntouchOS ১৫- র সাহায্যে। 

Continues below advertisement