Vivo X80 Series Price: ফোনের লঞ্চ নিয়ে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। সম্প্রতি Vivo X80 সিরিজ লঞ্চ হয়েছে চিনে। এই সিরিজের দুটি ফোন লঞ্চ করেছে ভিভো।  নতুন ডিভাইসগুলি আগামী 8 মে আন্তর্জাতিক বাজারে আসবে। যদিও Vivo X80 ভারত আসবে কিনা তা এখনও ঠিক হয়নি। তবে, ডিভাইসটি ভারতেও আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। কারণ Vivo তার পুরোনো Vivo X70 দেশের বাজারে লঞ্চ করেছিল।


Vivo X80 Pro: স্পেসিফিকেশন ও ফিচার 
এই স্মার্টফোনে 6.78 ইঞ্চি ডিসপ্লে রয়েছে। 8 Gen চিপসেট দেওয়া হয়েছে ফোনে। এছাড়াও, কোম্পানি এই ভ্যারিয়েন্টে MediaTek 9000 ডাইমেনশন প্রসেসরও অফার করছে। ফোনে 12 GB পর্যন্ত RAM ও 512 GB পর্যন্ত ইন্টারনাল মেমরি রয়েছে। এটি গুগলের অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমে কাজ করবে। ফোনে 4700mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 80 ওয়াটের তারযুক্ত চার্জার ও 50 ওয়াটের ওয়্যারলেস চার্জারে চলতে পারে।


ফোনে পাবেন 44 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এর পিছনে ৫টি ক্যামেরা দেওয়া হয়েছে। এতে একটি 50-মেগাপিক্সেল Samsung GNV প্রাইমারি ক্যামেরা, একটি 48-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, 2x অপটিক্যাল জুম সহ একটি 12-মেগাপিক্সেল টেলিফোটো লেন্স ও 5x অপটিক্যাল জুম সহ একটি 8-মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা দিয়েছে কোম্পানি।


Vivo X80 Specifications:
এই স্মার্টফোনে 6.78 ইঞ্চি ডিসপ্লে পাবেন ক্রেতা। ফোনে একটি মিডিয়াটেক 9000 ডাইমেনশন প্রসেসর দেওয়া হয়েছে। ফোনে 4500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। যা 80 ওয়াটের তারযুক্ত চার্জার ও 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার সাপোর্ট করে। ফোনে 44 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাবেন আপনি। এর পিছনে ৩টি ক্যামেরা দেওয়া হয়েছে। এতে একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, একটি 12-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও একটি 12-মেগাপিক্সেল টেলিফটো লেন্স রয়েছে।


Vivo X80 and Vivo X80 Pro Price
Vivo X80-এর 8GB RAM + 128GB ভ্যারিয়েন্টের দাম CNY 3,699 (প্রায় 43250 টাকা) রাখা হয়েছে। পাশাপাশি, 12GB RAM + 512GB ভ্যারিয়েন্টের দাম CNY 4,899 (প্রায় 57,300 টাকা), 8 Gen 1 প্রসেসর সহ Vivo X80 Pro-এর 8GB RAM + 256GB ভ্যারিয়েন্টের দাম CNY 5,499 (প্রায় 64,300 টাকা)রেখেছে কোম্পানি। একই সময়ে, MediaTek 9000 ডাইমেনশন সহ 12GB RAM + 256GB ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 5,999 (প্রায় 70,150 টাকা)। 


আরও পড়ুন: Public Provident Fund: বন্ধ রেখেছেন পিপিএফ অ্যাকাউন্ট ? বড় ক্ষতির মুখে পড়বেন আপনি