Vivo Smartphone: ভিভো সংস্থার ওয়াই সিরিজের নতুন ফোন (Vivo Y100A) লঞ্চ হয়েছে ভারতে। ভিভো ওয়াই১০০এ ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট। একনজরে দেখে নেওয়া যাক ভিভোর এই নতুন ফোনের ফিচার ও স্পেসিফিকেশন।
ডিসপ্লে ও ডিজাইন- ভিভো ওয়াই১০০ ফোনের মতোই ডিজাইন এই নতুন ফোনের। ফোনের রেয়ার প্যানেলে রয়েছে দুটো বেশ বড় আকার-আয়তনের ক্যামেরা মডিউল। তিনটি ক্যামেরা সেনসর রয়েছে এখানে। একটি ৬.৩৮ ইঞ্চির ডিসপ্লে রয়েছে ভিভো ওয়াই১০০এ ফোনে। ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে এই ফোনের ডিসপ্লেতে এবং এর উপরে রয়েছে ওয়াটার ড্রপ স্টাইলের একটি নচ ডিজাইন। সেখানে রয়েছে ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনের ডিসপ্লে আসলে একটি AMOLED প্যানেল যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। ভিভো ওয়াই১০০এ ফোনে রয়েছে 'কালার চেঞ্জিং' রেয়ার বা ব্যাক প্যানেল।
প্রসেসর এবং র্যাম ও স্টোরেজ- ভিভো ওয়াই১০০এ ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও রয়েছে ৮ জিবি ভার্চুয়াল র্যামের সাপোর্ট। অর্থাৎ মোট ১৬ জিবি র্যাম পাওয়া যাবে ভিভো'র নতুন ফোনে।
ক্যামেরা ফিচার- ভিভো ওয়াই১০০এ ফোনের ব্যাক প্যানেলে রয়েছে তিনটি ক্যামেরা সেনসর। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর মধ্যে রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও রয়েছে আরও দুটো ক্যামেরা সেনসর। মাইক্রো মুভি, সিনেম্যাটিক ভিডিও, ডুয়াল ভিউ ভিডিও, সুপার নাইট মোড এবং আরও অনেক ক্যামেরা ফিচার রয়েছে এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে।
ব্যাটারি এবং চার্জিং সাপোর্ট- ভিভোর নতুন ফোনে একটি ৪৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের FlashCharge সাপোর্ট রয়েছে। শূন্য থেকে ৩০ শতাংশ চার্জ হবে মাত্র ১৫ মিনিটে। এই ডিভাইস একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হবে ভিভো ওয়াই১০০এ ফোন। এছাড়াও থাকছে Funtouch OS 13-র সাপোর্ট। ভিভোর নতুন ফোনে ৫জি সাপোর্টের পাশাপাশি রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১ সাপোর্ট। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে এই ফোনে।
ভিভো ওয়াই১০০এ ফোনের দাম
ভারতে এই ফোনের দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে অনুমান এই ফোনের দাম ২০ হাজার টাকার আশপাশে থাকবে। Metal Black, Twilight Gold, Pacific Blue- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই১০০এ ফোন। কালো মডেল ছাড়া বাকি দুই মডেলের ফোনের রেয়ার প্যানেলে কালার চেঞ্জিং ফিচারের সাপোর্ট রয়েছে। অফলাইন এবং অনলাইন- দু'ভাবেই এই ফোন কেনা যাবে।