Vivo Smartphones: ভিভো ওয়াই২০০ ৫জি (Vivo Y200 5G) ফোন ভারতে লঞ্চ হয়েছিল গত বছর অক্টোবর মাসে। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর। এছাড়াও রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। বর্তমানে একটি নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২০০ ফোনটি। এর পাশাপাশি ভিভো ওয়াই২৭ ৪জি (Vivo Y27 4G) এবং ভিভো টি২ ৫জি (Vivo T2 5G) - এই দুই ফোনের দাম কমেছে ভারতে। গত বছর এপ্রিল মাসে যথাক্রমে লঞ্চ হয়েছিল এই দুই ফোন।
ভিভো ওয়াই২০০ ৫জি
বর্তমানে এই ফোন পাওয়া যাচ্ছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে। এই মডেলের দাম ২৩,৯৯৯ টাকা। এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, ডিবিএস ব্ল্যাঙ্ক, ফেডেরাল ব্যাঙ্ক এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ক্রেতারা ২০০০ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। ভিভো ওয়াই২০০ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজে যুক্ত ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। ডেজার্ট গোল্ড এবং জাঙ্গল গ্রিন- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২০০ ৫জি ফোন।
ভিভো ওয়াই২০০ ৫জি ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ১ চিপসেট। এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটিংস, ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর। ভিভো ওয়াই সিরিজের এই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোন পরিচালিত হবে Android 13-based Funtouch OS 13- এর সাহায্যে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। ভিভো ওয়াই২০০ ৫জি ফোনে রয়েছে ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট।
অন্যদিকে ভিভো সংস্থা জানিয়েছে তাদের ভিভো ওয়াই২৭ ৪জি ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ভারতে এখন ১১,৯৯৯ টাকা। এসবিআই, ইয়েস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ডিবিএস ব্যাঙ্ক, ফেডেরাল ব্যাঙ্ক এবং ইন্ডাসইন্ড ব্যাঙ্কের গ্রাহকরা ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। অন্যদিকে ভিভো টি২ ৫জি ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত দুই ভ্যারিয়েন্টের দাম ভারতে কমে এখন হয়েছে যথাক্রমে ১৫,৯৯৯ টাকা এবং ১৭,৯৯৯ টাকা। পয়লা ফেব্রুয়ারি থেকেই কম দামে কেনা যাবে ভিভোর এই ফোনগুলি।
আরও পড়ুন- কমদামে অ্যাপল ফোন কেনার ইচ্ছে ? কীভাবে পূরণ করবেন স্বপ্ন