Vivo Y200e 5G: ভিভো (Vivo)সংস্থার ওয়াই সিরিজের নতুন ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। ভিভো ওয়াই২০০ই ৫জি ফোন লঞ্চ হয়েছে এবার। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা (Dual Rear Camera) ইউনিট। এছাড়াও ফোনের একটি মডেলের রেয়ার প্যানেলে রয়েছে ভেগান লেদারের অপশন। এর পাশাপাশি আর একটি ভ্যারিয়েন্টে রয়েছে টেক্সচার যুক্ত প্লাস্টিক প্যানেল। একটি ৪ এনএম অক্টা-কোর কোয়ালকম চিপসেট রয়েছে ভিভো ওয়াই২০০ই ৫জি ফোনে। জানা গিয়েছে, অ্যান্ড্রয়েড ১৪ বেসড অপারেটিং সফটওয়্যারের সাহায্যে (আউট অফ দ্য বক্স) এই ফোন পরিচালিত হবে। দুটো র্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২০০ই ফোন। আপাতত এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।
ভিভো ওয়াই২০০ই ফোনের দাম
ভারতে এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম২০,৯৯৯ টাকা। ব্ল্যাক ডায়মন্ড এবং স্যাফরন ডিলাইট- এই দুই রঙে পাওয়া যাবে ভিভো ওয়াই২০০ই ফোন। এই ৫জি ফোনের ব্ল্যাক ডায়মন্ড রঙের ভ্যারিয়েন্টে টেক্সচার যুক্ত প্লাস্টিক রেয়ার প্যানেল রয়েছে। আর স্যাফরন ডিলাইট ফোনের ব্যাক প্যানেলে ভেগান লেদার ফিনিশ হয়েছে।
কীভাবে, কোথায় প্রি-অর্ডার করতে পারবেন
ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে এই ফোনের জন্য প্রি-অর্ডার করতে পারবেন। এইচডিএফসি এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডে ইনস্ট্যান্ট ১০০০ টাকা ছাড় পাওয়া যাবে ফোনের পুরো দামের উপর। অথবা ২২ থেকে ২৯ জানুয়ারির মধ্যে ইএমআই ট্রানজাকশনে এই ছাড় প্রযোজ্য হবে। নির্দিষ্ট ব্যাঙ্কের গ্রাহকরা নো-কস্ট ইএমআই- এর সুবিধা পাবেন ৬ মাস পর্যন্ত। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে। তবে এখনও বিক্রি শুরুর দিনক্ষণ জানা যায়নি। যদিও ফ্লিপকার্টের প্রোডাক্ট লিস্ট অনুসারে ১ মার্চ থেকে এই ফোনের বিক্রি শুরু হতে পারে।
ভিভো ওয়াই২০০ই ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। অ্যান্ড্রয়েদ ১৪ বেসড FuntouchOS 14- এর সাহায্যে ফোন পরিচালিত হবে।
- এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে।
- এই ফোনে র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। অন্যদিকে মাইক্রো এসডি কার্ডের সাহয্যে স্টোরেজ বাড়ানো যাবে ১ টিবি পর্যন্ত।
- ভিভো ওয়াই২০০ই ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটি ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েচেহ ২ মেগাপিক্সেলের আর একটি সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- ভিভোর এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- ভারতে আসছে ওপ্পো 'এফ' সিরিজের নতুন ৫জি ফোন, কবে লঞ্চ হতে চলেছে নতুন মডেল?