Vivo Y35: ভিভো ওয়াই৩৫ (Vivo Y35) ফোন সম্প্রতি লঞ্চ হয়েছে ভারতে। ভিভো ওয়াই সিরিজের এই ফোনে (Vivo Y Series Phone) রয়েছে একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে একটি স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর এবং একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি ও ৪৪ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট রয়েছে। ভিভো ওয়াই৩৫ ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসরও রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৮ জিবি র‍্যাম। এই র‍্যামের পরিমাণ বাড়ানো সম্ভব। এক্সটেন্ডেড র‍্যাম ফিচারের সাহায্যে ফোনের অব্যবহৃত স্টোরেজ ব্যবহার করে ৮ জিবি র‍্যামের পরিমাণ আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। অর্থাৎ মোট র‍্যাম থাকতে পারে ১৬ জিবি।


ভারতে ভিভো ওয়াই৩৫ ফোনের দাম


এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৮,৪৯৯ টাকা। ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং সারা ভারতজুড়ে পার্টনার রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। Agate Black এবং Dawn Gold- এই দুই রঙে ভারতে ভিভো ওয়াই৩৫ ফোন লঞ্চ হয়েছে। ICICI/SBI/Kotak/OneCard- এগুলো ব্যবহার করে ফোন কিনলে ক্রেতারা ১০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে।


ভিভো ওয়াই৩৫ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন



  • এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। অ্যান্ড্রয়েড ১২ বেসড Funtouch OS 12- এর সাহায্যে এই ফোন পরিচালিত হবে।

  • এখানে একটি ৬।৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।

  • ভিভো ওয়াই৩৫ ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম যা বাড়িয়ে ১৬ জিবি করা সম্ভব।

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ভিভো ওয়াই সিরিজের এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর ছাড়াও রয়েছে একটি ২ মেগাপিক্সেলের bokeh সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।

  • এই ফোনের ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ভিভো ওয়াই৩৫ ফোনের ওজন প্রায় ১৮৮ গ্রাম। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫, জিপিএস, গ্লোনাস, এফএম রেডিও, টাইপ-সি ইউএসবি পোর্ট রয়েছে।


আরও পড়ুন- আইফোনের স্ক্যানার, হাতের লেখাকে নিমেষে বদলে দেবে ডিজিটাল টেক্সটে